দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বাউফল উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাউফল সরকারী কলেজ শাখা। বুধবার (১২ মার্চ) বেলা ১১টায় মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলনের কলেজ শাখা সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন, ইসলামী ছাত্র আন্দোলনের বাউফল উপজেলা শাখা এমদাদুল্লাহ আল হাদি প্রমুখ।এআই
Source: সময়ের কন্ঠস্বর