চাঁদপুরে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।কর্মশালায় জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন জানান, আগামীকাল (১৫ মার্চ) শনিবার জেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ২ হাজার ৩৩২টি কেন্দ্রে বিরতিহীন ভাবে ৩ লাখ ৫৪ হাজার ৯৮০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদিন ৬-১১ মাস বয়সী ৪১ হাজার ১৮৯ জন শিশুদের নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ১৩ হাজার ৭৯১ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।কর্মশালায় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।এসআর
Source: সময়ের কন্ঠস্বর