নেত্রকোনার খালিয়াজুরীতে পুকুরের পানিতে ডুবে নিখোঁজ সুনু মিয়া (৩৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার। বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলা সদরের উত্তরহাটি এলাকার পুকুরের পানিতে এলাকাবাসী সুনু মিয়ার ভাসমান লাশ দেখতে পায়। এর আগে গত মঙ্গলবার সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নিখোঁজ হন।মৃত সুনু মিয়া উপজেলার উত্তরহাটী গ্রামের ধলাই মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল এগারোটায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পর তাকে পাওয়া যায়নি। বুধবার দুপুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় পরে পুলিশ এসে পুকুর থেকে লাশ উদ্ধার করে। এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মকবুল হোসেন জানান, গ্রামবাসী বলছে মৃত ব্যক্তি মৃগী রোগী ছিল। আত্মীয়দের আবেদনের প্রেক্ষিতে অন্য কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই আত্মীয়দের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে অপমৃত্যুর একটি মামলা করা হয়েছে।এআই
Source: সময়ের কন্ঠস্বর