পাবনার চাটমোহরে নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতাসহ দু’জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।ভুক্তভোগীর ছাত্রীর বাবা বাদি হয়ে মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত সাড়ে দশটার দিকে এই মামলা দায়ের করেন। মামলা নাম্বার ৮।মামলার আসামি দুইজন হলেন- হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও তেবাড়িয়া মোল্লাপাড়া গ্রামের তোজাম্মেল হোসেন তজুর ছেলে রতন হোসেন (২৫) এবং তার সহযোগী একই গ্রামের মহসিন হোসেনের ছেলে মামুন হোসেন (১৮)।এর আগে উপজেলার হরিপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে আটটার দিকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।ভুক্তভোগী ছাত্রী জানান, ‘দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে রতন ও মামুনসহ বখাটেরা বিরক্ত করতো। নানারকম কুপ্রস্তাব দিতো, কিন্তু আমি তাতে সাড়া দেই নাই। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এলাকায় সবাই যখন তারাবী নামাজ পড়ছিলেন, আমার আব্বা বাজারে ছিল। তখন তিন-চারটি মোটরসাইকেলে কয়েকজন লোক আমাদের বাড়িতে উপস্থিত হয়। এ সময় দরজা খুলতে অপারগতা প্রকাশ করায় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।’ভুক্তভোগী ছাত্রী আরও জানান, ‘এ সময় রতন ও মামুন আমাকে মুখ চেপে ধরে বাহিরে বের করে নিয়ে যায় ও ধর্ষণের চেষ্টা করে। এ সময় আমি ও আমার মায়ের চিৎকারে প্রতিবেশীরা উপস্থিত হলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আমরা চাটমোহর থানায় গিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি।’মামলার তদন্তকারী কর্মকর্তা ও চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) শাজাহান আলী জানান, ‘মামলা রুজু হওয়ার পরপরই আমরা আসামি ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব দ্রুতই আসামিদের ধরতে সক্ষম হবো।’এ বিষয়ে হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেন বলেন, ‘অভিযুক্ত রতন হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সংগঠনের সাংগঠনিক সম্পাদক। ঘটনার সাথে তার সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  আমরা চাই দোষী ব্যক্তির বিচার হোক।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিক্ষোভে উত্তাল ইবি, মহাসড়ক অবরোধ
বিক্ষোভে উত্তাল ইবি, মহাসড়ক অবরোধ

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে ২০১৮ সালের পরিপত্র পুর্নবহালের দাবিতে ছাত্র সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স
অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স

আইপিডিসি ফাইন্যান্স পিএলসিতে ‘বিজনেস ডেভেলপমেন্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৯ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

ঢাবিতে কোটা আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ
ঢাবিতে কোটা আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী এবং ছাত্রলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন নিউ মার্কেট থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজেদুল হাসান ফাহাদ।

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লো ট্রাক, নিহত ২
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লো ট্রাক, নিহত ২

যশোরের মণিরামপুরে ট্রাক চাপায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (১০ জুন) সকালে রাজারহাট-চুকনগর আঞ্চলিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন