মুন্সীগঞ্জ শ্রীনগরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযোগে সুজন দাস (৬০) নামে এক জেলেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলা কোলাপাড়া ইউনিয়ন ব্রাম্মন পাইকসা গ্রামের ধর্ষণ চেষ্টা ঘটনা ঘটে । সে সময় উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে গণধোলাই দেয়। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করে বলেন, চকোলেটের প্রলোভন দিয়ে বাসা থেকে তার মেয়েকে মাছ ধরা দেখতে নিয়ে যান সুজন। এ সময় পুকুরপাড়ে ধর্ষণের চেষ্টা করলে দৌড়ে পালিয়ে আসে শিশুটি।শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাকিল আহমেদ জানান, খবর পেয়ে আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।এআই
Source: সময়ের কন্ঠস্বর