নীলফামারীর ডিমলায় ১২ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রফিকুল ইসলাম (৫০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (১১ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার নাউতারা নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের চেষ্টাকারী রফিকুল ইসলামকে গ্রামবাসীর সহায়তায় তাৎক্ষণিক আটক করে থানায় নেয় পুলিশ।শিশুটিকে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়ের ওপর এই হামলার ঘটনায় মঙ্গলবার রাতেই ডিমলা থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির পরিবার। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম নাউতারা নিজ পাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘সে প্রতিবেশী বাক প্রতিবন্ধী ১২ বছরের শিশু কন্যাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ধস্তাধস্তিতে শিশুটির শরীর আঘাত প্রাপ্ত হয় ও শ্লিলতাহানীর শিকার হয়। ওই সময় প্রতিবেশীরা টের পেয়ে রফিকুলকে হাতে নাতে আটক করে। এরপর পুলিশের সহায়তায় ওই শিশুটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। পুলিশ রফিকুল ইসলামকে গ্রেফতার করে থানায় নেয়।’স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং দ্রুত বিচার চেয়েছেন। শিশুটির নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে এলাহী সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’এআই
Source: সময়ের কন্ঠস্বর