বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ২০২৫-২০২৬ সালের নবনির্বাচিত নির্বাহী কমিটির পরিচিতি, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের (ইড্রার) চেয়ারম্যান ড. এস এম আসলাম আলম, বিআইএ’র সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এবং বিদায়ী কমিটির প্রেসিডেন্ট নাসিরউদ্দিন আহমেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে বিআইএ’র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ মঞ্চে কমিটির নবনির্বাচিত সকল কর্মকর্তা ও সদস্যদের পরিচয় করিয়ে দেন। এ সময় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় মঞ্চে ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক আদিবা রহমান, ভাইস-প্রেসিডেন্ট ও অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু, সদস্য সন্ধানী লাইফের চেয়ারম্যান মুজিবুল ইসলাম, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান আমিন হেলালী, সিটি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হোসেইন আখতার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ ন্যাশনালের পরিচালক তায়েফ বিন ইউসুফ, এনআরবি ইসলামিক লাইফের পরিচালক আরিফ সিকদার এবং বেস্ট লাইফের পরিচালক সৈয়দ বদরুল আলম পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. কাজীম উদ্দিন, প্রগতি লাইফের মুখ্য নির্বাহী জালালুল আজিম, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী, জেনিথ ইসলামি লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ড. এ কে এম সরোয়ার জাহান জামিল উপস্থিত ছিলেন ।অনুষ্ঠানে বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নবনির্বাচিত কমিটির প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাসহ সকল কর্মকর্তা ও সদস্যগন উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বীমা শিল্পের বিশিষ্টজনদের মধ্যে নাসির এ চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু, বিআইএ’র নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মীর নাসির, সদস্য ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান নিজামউদ্দিন আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিদায়ী কমিটির প্রেসিডেন্ট নাসিরউদ্দিন আহমেদ (পাভেল) ও কমিটির সকল কর্মকর্তা ও সদস্যদের ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বিআইএ এবং বীমা শিল্পের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয় করা হয়।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্কুল পড়ুয়া কিশোরকে দলে নিয়ে মুম্বাইয়ের চমক
স্কুল পড়ুয়া কিশোরকে দলে নিয়ে মুম্বাইয়ের চমক

বয়স মাত্র ১৭। এখনো পার করেননি স্কুলের গণ্ডি। এমন একজন বোলারকে কিনা দেখা যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মঞ্চে।

তাদের কপালের টিপ কেন এলোমেলো?
তাদের কপালের টিপ কেন এলোমেলো?

কপালের টিপ নারীর সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয়। যদিও নারীর টিপ নিয়ে দলাদলি রয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন