যশোরে শহিদুল ইসলাম (৫২) নামে এক কৃষককে চাচাতো ভাইয়েরা পিটিয়ে হত্যা করেছে। শনিবার (৮ মার্চ) দুপুরে সদর উপজেলার ইছালী ইউনিয়নের যোগীপাড়ার মাঠে ছেলের চোখের সামনে তাকে পিটিয়ে হত্যা করা হয়।নিহত শহিদুল যোগীপাড়া গ্রামের মৃত আজাহার বিশ্বাসের ছেলে। বাবাকে রক্ষা করতে গিয়ে ছেলে আহাদ হোসেন (২৫) আহত হয়েছেন। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেছেন। পুলিশ বলছে, ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।নিহতের ছেলে আহাদ জানিয়েছেন, যোগীপাড়া মাঠে তাদের ধানের আবাদী জমি দখল করে পানি নেয়ার জন্য ড্রেন তৈরি করছিলেন একই এলাকার মৃত নুর ইসলামের তিন ছেলে ইখলাস,  রাসেল ও  বিল্লাল।  এসময় তার পিতা শহিদুল ইসলাম ড্রেন তৈরিতে বাধা দিয়ে পাইপ বসানোর জন্য বলেন। এতে তারা ক্ষুব্ধ হলে তর্কবিতর্ক শুরু হয়। এসময় ইখলাস রাসেল ও বিল্লাল কোদালের  আছাড় দিয়ে পিটাতে থাকে। পিতাকে রক্ষা করার জন্য এগিয়ে গেলে তাকে পিটিয়ে জখম করা হয়। আশেপাশের লোকজন তাদেরকে পিতাও পুত্র উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক তার পিতা শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহাদ হোসেন আরও জানান, চোখের সামনে তার রোজাদার পিতাকে পিটিয়ে হত্যা করা হলেও তিনি কিছুই করতে পারেননি। ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছেন তিনি।হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল ইসলাম জানিয়েছেন, শহিদুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তার মৃতদেহ মর্গে পাঠিয়ে দেয়া হয়। নিহতের ছেলে আহাদ হোসেনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, আবাদী জমির পাশ দিয়ে পানির ড্রেন তৈরি করা নিয়ে গোলযোগের জের ধরে চাচাতো ভাইদের কোদালের আছাড়ের আঘাতে শহিদুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনার সাথে ইখলাস, রাসেল ও  বিল্লালকে গ্রেফতার করা হয়েছে।  তাদের মধ্যে রাসেল বাক প্রতিবন্ধী। হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে চিকিৎসাসেবায় কোনো ব্যাঘাত ঘটেনি: স্বাস্থ্যমন্ত্রী
ঈদে চিকিৎসাসেবায় কোনো ব্যাঘাত ঘটেনি: স্বাস্থ্যমন্ত্রী

দেশের ডেঙ্গু রোগী সংখ্যা বৃদ্ধি পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ হল ডেঙ্গু আক্রান্ত হলে Read more

বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত: ১৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত: ১৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টা পর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ, নেপাল ও ফিলিপিন্সে আমিরের সফর থেকে কাতার কী পেতে চাইছে?
বাংলাদেশ, নেপাল ও ফিলিপিন্সে আমিরের সফর থেকে কাতার কী পেতে চাইছে?

তিন দেশেই বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এরমধ্যে বাংলাদেশের সাথে স্বাক্ষরিত হয়েছে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা Read more

কানাডায় ঐতিহাসিক ৬ দফা দিবস পালন
কানাডায় ঐতিহাসিক ৬ দফা দিবস পালন

অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন ঐতিহাসিক ছয় দফা দিবস পালন করেছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন