পটুয়াখালীর গলাচিপায় দুইটি গরুসহ রিপন আকন (৩৫) নামে এক চোরকে আটক করেছে জনতা। শুক্রবার (৭ মার্চ) গভীর রাতে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী এলাকা থেকে দুইটা গরু চুরি করে পালানোর সময় তাকে ধরে ফেলে স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন জায়গায় থেকে চুরি করা গরুগুলো আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের সোনা গাজীর গোঁজা সংলগ্ন ভাঙা ব্রিজের কাছে একত্রিত করে চোর চক্রটি। পরে গাড়িতে করে পাচার করে ঢাকায়। শুক্রবার রাতে নলুয়াবাগী থেকে দুইটি গরু চুরি করে পালানোর সময় চক্রের তিন সদস্যকে ধরে ফেলে জনতা। দুইজন পালিয়ে গেলে এলাকাবাসী রিপনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃত রিপন আকন (৩৫) গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নলুয়াবাগী গ্রামের রাজ্জাক আকনের ছেলে।স্থানীয়রা জানান, রিপন দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য হিসেবে চুরির সঙ্গে জড়িত। কয়েক মাস আগে নলুয়াবাগীতে শহিদুল মৃধার বসতঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাকে ধরে গণপিটুনি দিয়ে থানায় দেওয়া হয়েছিল। পরে পুলিশ মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। তবে কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় জামিনে বেরিয়ে এসে সে পুনরায় চুরির কাজে জড়িয়ে পড়ে। সেসময় চুরির ঘটনায় সন্দেহজনক হিসেবে রিপনকে আটক করে মারধরের অভিযোগ তুলে নলুয়াবাগী সাংগঠনিক বিএনপির সাধারণ সম্পাদক মো. রিয়াজ মৃধাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল।গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন বলেন, স্থানীয় জনতা গরুসহ চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ধরনের অপরাধ রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানো প্রয়োজন।গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, আটককৃত চোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তার পূর্বের অপরাধ রেকর্ড যাচাই করা হচ্ছে। গরুচুরি রোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।এলাকাবাসী সংঘবদ্ধ চোরচক্রের অন্যান্য সদস্যদেরও দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি গরুচুরি প্রতিরোধে আরও কঠোর অভিযান চালানোর আহ্বান জানান। বিশেষ করে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশীয় গরুর চাহিদা বেড়ে যাওয়ায় চোরচক্রের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর ঈদের আগে চোরেরা সাধারণ মানুষের গরু চুরি করে শহরে পাচার করে, যার ফলে এলাকাবাসী আতঙ্কে থাকে। এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বন্যায় সিরাজগঞ্জে কৃষিতে ৬৩ কোটি টাকার ক্ষতি
বন্যায় সিরাজগঞ্জে কৃষিতে ৬৩ কোটি টাকার ক্ষতি

গত ২২ দিনের বন্যায় জেলায় ৬ হাজার ৫২৫ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়।

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে প্রতিবাদ বিক্ষোভ 
নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে প্রতিবাদ বিক্ষোভ 

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে ও স্থায়ী ক্যাম্পাসের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের Read more

মোস্তাফিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ে চেন্নাই
মোস্তাফিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ে চেন্নাই

আইপিএলে নিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছেন মোস্তাফিজুর রহমান। তার শেষ ম্যাচে টস হেরে ব্যাট করছে চেন্নাই সুপার কিংস।

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা অনুষ্ঠিত
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা অনুষ্ঠিত

সোমবার (১০ জুন) বিকেল ৪টায় ফরিদপুরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর তৃতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন