ভোলায় যৌথ বাহিনীর অভিযানে ৭ কেজি গাঁজাসহ শাহিন (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) দিবাগত মধ্যে রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।শনিবার বেলা আড়াই টার দিকে ভোলা নৌ-বাহিনী কন্টিনজেন্টের লেফটেন্যান্ট মো. জাকির হোসেন (অপারেশন অফিসার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত মাদক কারবারি শাহিন বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের মৃত মাহাবুবের ছেলেসংবাদ বিজ্ঞপ্তিতে নৌ-বাহিনী জানায়, আটক শাহিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিন উপজেলার বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বাসস্ট্যান্ড সংলগ্ন একটি দোকানের পেছন হতে ৭ কেজি গাঁজা ও ০২ টি বাটন ফোন উদ্ধার করা হয়।পরে আটককৃত মাদক কারবারি ও জব্দকৃত মাদক বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইমরান হাশমি কি কোরআনের হাফেজ?
ইমরান হাশমি কি কোরআনের হাফেজ?

বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিতি পাওয়া অভিনেতা ইমরান হাশমি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন