ভোলার বোরহানউদ্দিনে নানার বাড়িতে বেড়াতে এসে ইমন (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার ( ৮ মার্চ) দুপুর ১ টার দিকে উপজেলার সাচরা ইউনিয়নের দরুন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ইমন সাচরা ইউনিয়নের বাথানবাড়ি গ্রামের ইমরানের ছেলে।নিহতের বাবা ইমরান ও চাচা মমিন সময়ের কন্ঠস্বরকে জানান, গতকাল শুক্রবার সকালে মা রুনা বেগমের সাথে নানা বাড়িতে বেড়াতে আসেন ইমন। পরে আজ সকালে নানা আ.বারেক এর সাথে মহিষ চরাতে তেতুলিয়া নদীর পাড়ে যান ইমন। মহিষকে নদীর পানিতে গোসল করানো শেষে বাড়ি ফিরে নাতিকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজখুজি করেন। পরে আজ দুপুর ১টার দিকে তেতুলিয়া নদীর পানিতে লাশ দেখতে পান পরিবারের সদস্যরা।বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, এই ঘটনা আমার জানা নেই। আপনার থেকেই শুনলাম। বিস্তারিত জানার চেষ্টা করছি।এসআর
Source: সময়ের কন্ঠস্বর