নড়াইল সদর উপজেলার গোবরা স্ট্যান্ড এলাকায় শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে তিনটি বোমা হামলা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতিসহ বিএনপির তিন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিলে একজনকে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার (৭মার্চ) রাত সাড়ে নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে।আহতরা হলেন- শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গোবরা গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে বাবু মোল্যা (৬০), একই গ্রামের আবুল হোসেনের ছেলে বিএনপি কর্মী নিউটন গাজী (৪৮) এবং সৈয়দ জাফর আলীর ছেলে বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলী টিটো।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে গোবরা নতুন স্ট্যান্ডে শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে নেতাকর্মীরা বসে থাকা অবস্থায় তাদেরকে লক্ষ্য করে অতর্কিতভাবে তিনটি বোমা হামলা করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। বোমা হামলার ঘটনায় আহত হন স্থানীয় বিএনপির তিন নেতাকর্মী। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সৈয়দ ওয়াজেদ আলী টিটো গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। এবং অপর দুজনকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ আনিসুর রহমান বলেন, ‘রাতে তিনজন আহত রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’      নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘হামলার ঘটনায় কে বা কারা জড়িত তা খুঁজে বের করার জন্য পুলিশসহ আইনশৃংখলা রক্ষাবাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রস্রাবের রং শরীর সম্পর্কে কী কী বার্তা দেয় এবং কখন চিন্তিত হবেন?
প্রস্রাবের রং শরীর সম্পর্কে কী কী বার্তা দেয় এবং কখন চিন্তিত হবেন?

এমন অনেক জিনিস আছে, যা প্রস্রাবের মধ্যে থাকাটা অনুচিত এবং যখন আমরা ডাক্তারের কাছে যাই, তখন তারা প্রায়ই আমাদেরকে একটি Read more

রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগ নেতার রুম থেকে অস্ত্র উদ্ধার
রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগ নেতার রুম থেকে অস্ত্র উদ্ধার

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিন্নু হোস্টেলে এক ছাত্রলীগ নেতার রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মদের খালি বোতল উদ্ধার Read more

দেয়ালে আন্দোলনের চিত্র ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা
দেয়ালে আন্দোলনের চিত্র ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা

বগুড়ায় দেয়ালে দেয়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা।

ওড়িশা ও পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ‘দানা’র যে প্রভাব দেখা গেছে
ওড়িশা ও পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ‘দানা’র যে প্রভাব দেখা গেছে

ঘূর্ণিঝড় ‘দানা’য় ক্ষয়ক্ষতির শঙ্কা ছিল ওড়িশা এবং পশ্চিমবঙ্গে। এই প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাব দুই রাজ্যের একাধিক অঞ্চলে পড়লেও পশ্চিমবঙ্গে তেমন ক্ষয়ক্ষতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন