‘পাপ’ সিনেমাটি প্রযোজনার আংশিক টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রেফতারি পরোয়ানা জারি হয় প্রযোজক আবদুল আজিজের নামে। গত (২৩ ফেব্রুয়ারি) রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেফতারের আদেশ দেন। তার বিরুদ্ধে মামলা করেছিলেন ছবির অভিনেত্রী জাকিয়া কামাল মুন। টাকা ফেরত দেবেন, সেই শর্তে জামিন পেয়েছেন আবদুল আজিজ। তবে শেষ পর্যন্ত টাকা দেননি তিনি, অভিযোগ অভিনেত্রীর। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে লিখিত চুক্তির মাধ্যমে ‘পাপ’ সিনেমা নির্মাণে সহযোগিতার জন্য আজিজকে এককালীন ৬০ লাখ টাকা দেন মুন। ওই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজটি শেষ করার কথা ছিল। অঙ্গীকারনামার শর্ত মোতাবেক আজিজ বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি। বারবার আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানোর পরও তিনি উপেক্ষা করেছেন। জাকিয়া কামাল মুন জানান, গত নভেম্বর মাস থেকে প্রতি মাসে তাকে ১০ লাখ করে টাকা ফেরত দেওয়ার কথা। মামলার পর গত ২ মার্চ ৩০ লাখ টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেছিলেন আবদুল আজিজ। বাকি টাকাও ২৫ রোজার মধ্যে ফেরত দেবেন বলে দুপক্ষের আপোষ হয়। অভিনেত্রী জাকিয়া কামাল মুন বলেন, ‘আজিজ ভাইয়ের সঙ্গে আমার একটা আপোষনামা হয়েছে। গত রোববার (২ মার্চ) তিনি ৩০ লাখ টাকা দিতে চেয়েছিলেন। অথচ রোববার আমার ফোনও ধরেনি কেউ। তিনি তো আদালতের কথাও শুনলেন না।’ দশ লাখ করে তিনটি তারিখে টাকা দেওয়ার কথা শোনা গিয়েছে। সে প্রসঙ্গ তিনি বলেন, ‘দশ লাখ করে দিলে তো নভেম্বর মাস থেকে দিতেন। সেটা তিনি করেননি।’  প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার পরিচালক আবদুল আজিজের বিরুদ্ধে ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা করেন অভিনেত্রী জাকিয়া কামাল মুন। এর প্রেক্ষিতে গত (২৩ ফেব্রুয়ারি) রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত আব্দুল আজিজকে গ্রেফতারের আদেশ দেন। এ আদেশের পর ২৭ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন কোর্ট নং ৩৬-এ হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আজিজ। পাশাপাশি আদালতে জানান অভিনেত্রী মুনকে নির্ধারিত সময়ের মধ্যে দুই ভাগে ৬০ লাখ টাকা পরিশোধ করবেন, এমন শর্তেই ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন। পরে আজিজ বাদীকে হোয়াটস অ্যাপে মেসেজ দেন যে ২ মার্চ ৩০ লাখ এবং আগামী ২৬ মার্চ আরও ২০ লাখ টাকা দেবেন। সেই তারিখ পার হয়ে গেলেও টাকা পরিশোধ করেননি আবদুল আজিজ। ওই তারিখে রাজধানীর ইস্কাটনে জাজের অফিসে ডেকে নেন অভিনেত্রীকে। কিন্তু টাকা দেওয়া তো দূরের কথা, ওই অফিসে ঢুকতে দেওয়া হয়নি তাকে।অভিনেত্রীর আইনজীবী শিমুল জানান, আদালতের রায় না মেনে আদালতের সঙ্গে ছলচাতুরীর আশ্রয় নিয়েছেন আবদুল আজিজ। তিনি বলেন, ‘আবদুল আজিজ আদালতে লিখিত দিয়ে এসেছেন যে, প্রতি তারিখে ১০ লাখ টাকা করে ফেরত দেবেন। পরে বাদীকে মেসেজ করেছেন যে রোববার ৩০ লাখ, ২৫ রোজায় মধ্যে বাকি টাকা দেবেন। ১৯ মার্চ আরও একটা তারিখ আছে, দেখা যাক সেদিন তিনি কী করেন।’ জানা গেছে, ‘পাপ-২’ সিনেমার অর্থ দিয়ে ‘জ্বীন-৩’ সিনেমার শুটিং শুরু করেছেন প্রযোজক আবদুল আজিজ। সেই সিনেমায় অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও আবদুন নূর সজল।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বিএনপির সঙ্গে জামায়াতের টানাপোড়েন বাড়ছে’
‘বিএনপির সঙ্গে জামায়াতের টানাপোড়েন বাড়ছে’

৭ই সেপ্টেম্বর শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রথম পাতায় তিস্তার পানি বন্টন, ইসলামী দলগুলোর জোট গঠন, দুর্নীতির অনুসন্ধান, ডেঙ্গুর প্রকোপ, শিক্ষা পরিস্থিতিসহ Read more

স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের প্রধান পরামর্শক মোস্তাফিজুর
স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের প্রধান পরামর্শক মোস্তাফিজুর

প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের নির্বাহী কমিটির প্রধান পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন সদ্য অবসরে যাওয়া জ্যেষ্ঠ সচিব মো. মোস্তাফিজুর রহমান।

পহেলা বৈশাখে সংস্কৃতি কর্মীদের অনুষ্ঠান নিয়ে তথ্য প্রতিমন্ত্রী ও পুলিশ নাখোশ
পহেলা বৈশাখে সংস্কৃতি কর্মীদের অনুষ্ঠান নিয়ে তথ্য প্রতিমন্ত্রী ও পুলিশ নাখোশ

পহেলা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার জন্য পুলিশ ও সরকারের তরফ থেকে নির্দেশনা দেয়া হলেও তা মানেনি উদীচী Read more

এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হতে চায় ইউআরও এগ্রোভেট
এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হতে চায় ইউআরও এগ্রোভেট

পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় ইউআরও এগ্রোভেট লিমিটেড। কোম্পানিটি পুঁজিবাজারের স্বল্প মূলধনি কোম্পানিগুলোর এসএমই প্ল্যাটফর্ম থেকে ইনিশিয়াল কোয়ালিফাই ইনভেস্টর অফারের (আইকিউআইও) Read more

নামিবিয়াকে গুঁড়িয়ে সুপার এইটে অস্ট্রেলিয়া
নামিবিয়াকে গুঁড়িয়ে সুপার এইটে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে নামিবিয়ার পক্ষে বাজি ধরার লোক ছিল না বললেই চলে। আসরের হট ফেভারিট দলের সামনে Read more

শরীয়তপুরে কৃষকের ১০ একর জমি দখল করে যুবদল নেতার মাছের ঘের
শরীয়তপুরে কৃষকের ১০ একর জমি দখল করে যুবদল নেতার মাছের ঘের

শরীয়তপুর সদর উপজেলার পাটনীগাঁও এলাকায় স্থানীয় যুবদল নেতা রোকন সরদার ও তার অনুসারীদের বিরুদ্ধে ১০ একর কৃষিজমি জোরপূর্বক দখল করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন