যশোরের শার্শা, বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, মোবাইল ফোন, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বিজিবি। শুক্রবার (৭ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৪৯ বিজিবির আওতাধীন একাধিক সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, মোবাইল ফোন, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিজিবির বিশেষ টহলদল যশোরের বেনাপোলসহ ৪৯ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫ লাখ ৭০ হাজার ৭০ টাকা মূল্যের এসব পণ্য জব্দ করে।জব্দকৃত মাদক ব্যাটালিয়নে এবং অন্যান্য মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা করা হয়েছে। বিজিবির এধরনের কার্যক্রম অব্যহত থাকবে বলে ও জানান তিনি। পিএম
Source: সময়ের কন্ঠস্বর