“আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ মার্চ) নড়াইল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সম্মেলনে নারীর অধিকার ও নিরাপত্তা বিষয়ে নানা গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়।আন্তর্জাতিক নারী দিবস কমিটি, দুর্বার নেটওয়ার্ক ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ১১ দফা দাবি উপস্থাপন করা হয়।দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল নারীর প্রতি যেকোনো প্রকার সংঘবদ্ধ সহিংসতা বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও ধর্মীয় প্রতিষ্ঠানে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা এবং জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নারী যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আন্তর্জাতিক নারী দিবস কমিটির নড়াইল জেলা প্রতিনিধি কোহিনুর আক্তার। এছাড়া নড়াইল প্রেসক্লাবের আহ্বায়ক এস. এম. আব্দুল হক ও সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দুর্বার নেটওয়ার্কের সদস্য সালমা জামান, আন্তর্জাতিক নারী দিবস কমিটির সদস্য লাভলী ইয়াসমিন, নূর নাহার পারভীন, গুলশান আরা, সাজেদা খানম ও লামিয়া সুলতানা। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাবা-মায়ের সামনে বজ্রপাতে সন্তানের মৃত্যু 
বাবা-মায়ের সামনে বজ্রপাতে সন্তানের মৃত্যু 

বরগুনা সদরের শিপেরখাল গ্রামে বাবা-মায়ের সামনেই বজ্রপাতে মো. রিফাত (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

জাবি অধ্যাপককে হত্যার হুমকি, শিক্ষক সমিতির প্রতিবাদ
জাবি অধ্যাপককে হত্যার হুমকি, শিক্ষক সমিতির প্রতিবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইনকে মুঠোফোনে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়েছে শিক্ষক সমিতি।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন