কুমিল্লার মেঘনা উপজেলায় ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে গোলাম মোস্তফা (৩৮) নামে এক যুবক মারধরের শিকার হয়েছেন। সাহরির সময় ইমামের ডাকাডাকি নিয়ে বিরক্তি প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর ক্ষুব্ধ একদল যুবক তার ওপর হামলা চালায়। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আজ শুক্রবার তা ভাইরাল হয়।বৃহস্পতিবার (০৬ মার্চ) সকালে উপজেলার কদমতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার সময় কয়েকজন যুবক গোলাম মোস্তফার পথরোধ করে এবং একপর্যায়ে তাকে মারধর করা হয়।স্থানীয়রা জানান, ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে একদল যুবক গোলাম মোস্তফাকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে। হামলার একপর্যায়ে তাকে মাটিতে ফেলে বেধড়ক লাথি মারা হয়। এ সময় এক ব্যক্তি চিল্লাইয়া বলেন, “তাকে ঝুলিয়ে পেটাও!”হামলার ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে স্থানীয়রা গোলাম মোস্তফাকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি ক্লিনিকে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন।এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ‘ঘটনার বিষয়ে কয়েকজন থানায় এসে অভিযোগ দিয়েছেন। তবে তিনি গণপিটুনির শিকার হয়েছেন কিনা, সে বিষয়ে নিশ্চিত নই।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন দিন বিলম্বে পাকিস্তান সফরে বাংলাদেশ ‘এ’ দল 
তিন দিন বিলম্বে পাকিস্তান সফরে বাংলাদেশ ‘এ’ দল 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনে সব অঙ্গনের মতো ক্রীড়াঙ্গনেও স্থবিরতা বিরাজ করছিল।

মায়ের ইচ্ছেতে ঈদের ছুটিতে সিঙ্গাপুরে মিম
মায়ের ইচ্ছেতে ঈদের ছুটিতে সিঙ্গাপুরে মিম

ঈদ মানে আনন্দ। সাধারণ মানুষ তো বটেই, ঈদের এই আনন্দ বয়ে যায় তারকাদের মনেও। এ উপলক্ষ্যে তাদেরও থাকে নিজস্ব পরিকল্পনা।

কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি বিপুল, সম্পাদক পলাশ
কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি বিপুল, সম্পাদক পলাশ

পটুয়াখালীর কলাপাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে বিপুল চন্দ্র হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. গোফরান বিশ্বাস পলাশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন