মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৮ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৭ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের চৌধুরী বাড়ি পাকা জামে মসজিদ প্রাঙ্গনে রশুনিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো.খিজির চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৮ শতাধিক পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী প্রতিজনকে ১ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ২ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ কেজি রসুন, ১ কেজি আদা, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ছোলা বুট, দেড় কেজি মুড়ি, ১ কেজি চিড়া, দেড় কেজি ভ্যাশন, ২ দুই প্যাকেট লাচ্চ সেমাই সহ মোটা ১২ প্রকারের খাদ্য সামগ্রী রয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মো. মোতাহার হোসেন, উপদেষ্টা আব্দুল খালেক সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন সুমন, জেলা যুবদলের সদস্য আমজাদ হোসেনসহ রশুনিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।এআই
Source: সময়ের কন্ঠস্বর