কিশোরগঞ্জের তাড়াইলে ১২টি মামলার আসামি সেনা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৭ মার্চ) দুপুরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে প্রেরন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের কালনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেনা মিয়া তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের কালনা গ্রামের তারা মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে ১২ মামলার আসামি সেনা মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সেনা মিয়ার অত্যাচারে উপজেলার মানুষ অতিষ্ট ছিল। সে উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজী, ছিনতাই, চুরি ও ডাকাতির মুলহোতা ছিল। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি সেনা মিয়ার স্বীকারোক্তিমতে বৃহস্পতিবার রাতেই তাকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে চোরাই ঘটনায় চোরাই যাওয়া ব্যাটারীসহ একটি আইপিএস উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, ইতিপূর্বে একাধিকবার অভিযান চালিয়েও থাকে গ্রেফতার করা সম্ভব হয় নাই। সেনা মিয়ার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও দস্যূতার ১২টিরও অধিক মামলা রয়েছে। সে তাড়াইল থানার তালিকাভূক্ত শীর্ঘ সন্ত্রাসী। আজ শুক্রবার দুপুরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারের কাছে ধান দিতে পেরে খুশি কৃষক
সরকারের কাছে ধান দিতে পেরে খুশি কৃষক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে।

নিজেই বানান পটেটো ক্র্যাকার
নিজেই বানান পটেটো ক্র্যাকার

বিকেলের নাস্তা কিংবা চা পর্বেও রাখতে পারেন মুচমুচে পটেটো ক্র্যাকার। জেনে নিন রেসিপি।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন