গজারিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অতিরিক্ত চিনি মজুদ রাখায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (০৬ মার্চ) রাত ৮টার দিকে বালুয়াকান্দি ইউনিয়নের আতিকনগর গ্রামে ব্যবসায়ী বিল্লাল মিয়ার গোডাউন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মো. মামুন শরিফ।এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মামুন শরিফকে সহযোগিতা করেন গজারিয়া থানা পুলিশ।জরিমানা শেষে ব্যবসায়ীকে ২৪ ঘন্টার মধ্যে বাজারে চিনি বিক্রির নির্দেশ দেন।গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মো. মামুন শরিফ বলেন, অভিযান অব্যাহত আছে। ব্যবসায়ীরা নিত্য পণ্য বিক্রয়ে ভোক্তাদের ক্ষতির চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই
Source: সময়ের কন্ঠস্বর