মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় এবার শিশুটির বোনের স্বামী সজীব শেখকে (১৮) আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) ভোররাতে তাকে আটক করা হয়।এর আগে, বৃহস্পতিবার মাগুরা শহরের নিজনান্দুয়ালী চরপড়া এলাকায় এ ঘটনা ঘটে।ধর্ষণের ঘটনার সঙ্গে বড় বোনের শ্বশুর হিটু শেখ (৫০) জড়িত বলে দাবি করছে শিশুটির পরিবার। ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে শিশুটির ভগ্নিপতি সজিব হোসেন (১৮) ও বোনের শ্বশুর হিটু মিয়াকে (৪২) আটক করেছে পুলিশ।মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম বলেন, ইতোমধ্যে সদর থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল এবং হাসপাতালে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেছে। শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হিটু শেখ এবং সজিব শেখকে আটক করা হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে ঢাকায় পাঠানো হয়েছে।মেয়েটির মা বলেন, তার মেয়ের এখনও জ্ঞান ফিরে নাই। ঘটনার সময় ওই বাড়িতে মেয়ে একাই ছিল। এ কারণে কে তাকে ধর্ষণ করেছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারছেন না তারা।তিনি বলেন, “মেয়েকে ঘরের মধ্যে একা পেয়ে কেউ একজন তাকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে অচেতন অবস্থায় তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”মেয়েটির শারীরিক অবস্থা ‘শঙ্কামুক্ত নয়’ বলে বৃহস্পতিবার রাতে মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার সুবাস রঞ্জন হালদার জানিয়েছিলেন।তিনি বলেন, “মেয়েটিকে প্রথমে শ্বাসকষ্টের রোগী হিসেবে হাসপাতালে আনা হয়। পরে মেডিসিন বিভাগে নিয়ে গেলে ধর্ষণ ও হত্যার অপচেষ্টার আলামত পাওয়া যায়। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি আয়ুব আলী জানিয়েছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কর্মকাণ্ড সমন্বয়ে ডাটাবেজ করার সিদ্ধান্ত
আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কর্মকাণ্ড সমন্বয়ে ডাটাবেজ করার সিদ্ধান্ত

আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় বৃদ্ধির জন্য ডাটাবেজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ডাটাবেজে উন্নয়ন সহযোগীদের বর্তমান কর্মকাণ্ড এবং Read more

সমুদ্রসম্পদের ব্যবহার নিশ্চিত করার আহ্বান 
সমুদ্রসম্পদের ব্যবহার নিশ্চিত করার আহ্বান 

২০৪১ সালের মধ্যে আধুনিক, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সমুদ্রসম্পদের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী Read more

করমুক্ত আয় সাড়ে ৩ লাখ, বেড়েছে সর্বোচ্চ করসীমা
করমুক্ত আয় সাড়ে ৩ লাখ, বেড়েছে সর্বোচ্চ করসীমা

আগামী ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তিশ্রেণির বার্ষিক করমুক্ত আয়সীমা বাড়েনি। অর্থাৎ আগের অর্থবছরের আয়করমুক্ত সীমা ৩ লাখ ৫০ হাজার Read more

কোটা আন্দোলনে সহিংসতায় হতাহতদের জন্য দোয়া
কোটা আন্দোলনে সহিংসতায় হতাহতদের জন্য দোয়া

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সহিংসতায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন