পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ৫ মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।বৃহস্পতিবার (০৬ মার্চ) ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে কারাদণ্ড প্রদান করে পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়।দণ্ড প্রাপ্তরা হলেন- ভাঙ্গুড়া উপজেলার সাহানগর গ্রামের আব্দুর রশিদ (৩২), সরদার পাড়া গ্রামের মো. ছানোয়ার হোসেন (৪১), দক্ষিণ সারুটিয়া গ্রামের আসাদুল ইসলাম (৪২), উত্তর মেন্দা গ্রামের হৃদয় হোসেন (২৩) ও চৌবাড়ীয়া ভদ্রপাড়া এলাকার জিল্লুর রহমান (২৯)। এসময় তাদের কাছ থেকে কিছু গাঁজা ও নেশার ট্যাবলেট উদ্ধার করে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক ৫ মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড ও প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ঈশ্বরদী) পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার সময়ের কন্ঠস্বরকে বলেন, মাদকসেবী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি যতবড় শক্তিশালী হোক না কেন ধরতে পারলে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের কাছে দৃষ্টান্ত স্বরূপ’
‘নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের কাছে দৃষ্টান্ত স্বরূপ’

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারাবিশ্বের কাছে দৃষ্টান্ত স্বরূপ। আমাদের জনসংখ্যার অর্ধেক নারী এবং সাম্প্রতিক বছরগুলোতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন