নড়াইলের কালিয়ায় পিতাপুত্রকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা।বৃহস্পতিবার (৬ মার্চ ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জয়পুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।আহতরা হলেন- উপজেলার কলাবাড়ীয়া গ্রামের চরকান্দিপাড়া এলাকার আবিদ শেখ (৬০) ও তার ছেলে শামীম শেখ (৩৫)।জানা যায়, ঘটনার সময় শামীম শেখ ইজিবাইকে করে তার অসুস্থ বাবাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাওয়ার সময় জয়পুর মোড়ে পৌঁছালে পূর্ব শত্রæতার জের ধরে একই এলাকার মোশারেফ শেখের ছেলে কলাবাড়ীয়া ইউনিয়নের মেম্বার সোহেল শেখ তিনটি মোটরসাইকেলে ৯-১০ জন এসে শামীম শেখ ও তার পিতার ওপর আকস্মিক হামলা করে তাদের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবেদ ও শামীম শেখকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শামীমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।এ প্রসঙ্গে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এদিকে উপজেলার নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম মুঠোফোনে কলাবাড়ীয়ার পরিস্থিতি সম্পর্কে জানান, কলাবাড়ীয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সেনাবাহীনির অভিযান অব্যাহত রয়েছে। ওই এলাকার বর্তমান পরিস্থিতি শান্ত।প্রসঙ্গত,একই এলাকার মোশারেফ শেখের ছেলে আনিচ শেখকে প্রায় এক বছর পূর্বে হত্যা করা হয়। উক্ত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন গুরুতর আহত শামীম শেখসহ অন্যান্যরা। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কালিয়া উপজেলার জয়পুর মোড় এলাকা থেকে আবিদ শেখ ও তার ছেলে শামীম শেখকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে আহত করে।#এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোটা আন্দোলনকারীদের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের নিন্দা
কোটা আন্দোলনকারীদের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের নিন্দা

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

‘বিনোদনের জন্য কেন ২০টি ছক্কা হতে হবে’
‘বিনোদনের জন্য কেন ২০টি ছক্কা হতে হবে’

দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার ম্যাচে রান এতোটাই কম হয়েছে যে আলোচনা থামছেই না। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম Read more

কয়রায় কপোতাক্ষ নদের বাঁধ মেরামত সম্পন্ন 
কয়রায় কপোতাক্ষ নদের বাঁধ মেরামত সম্পন্ন 

খুলনার কয়রার দশহালিয়া এলাকার কপোতাক্ষ নদের ভেঙে যাওয়া বাঁধ মেরামত শেষ হয়েছে।

বগুড়ায় ২ যুবলীগ নেতাকে হত্যা
বগুড়ায় ২ যুবলীগ নেতাকে হত্যা

বগুড়ায় দুই যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন