দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও তার পরিবারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন খায়রুজ্জামান লিটনের স্ত্রী শাহীন আক্তার এবং তাদের দুই মেয়ে আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামান।দুদকের উপ-পরিচালক আক্তারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, কমিশনের উপ-পরিচালক মোজাম্মিল হক আদালতে আবেদন করেছিলেন, যাতে লিটন ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। আদালত আবেদনটি মঞ্জুর করেছেন।দুদকের আবেদনে উল্লেখ করা হয়, রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের আট সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে প্রায় ৬ হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে জানা গেছে, খায়রুজ্জামান লিটন ও তার পরিবারের নামে বিভিন্ন এলাকায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে এবং তারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন। এছাড়া তারা স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টাও করছেন বলে অভিযোগ উঠেছে।দুদকের মতে, লিটন ও তার পরিবারের সদস্যরা দেশত্যাগ করলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এ কারণে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়, যা আদালত অনুমোদন করেছেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘শেষ’ থেকেই ‘শুরু’ করলো লেভারকুজেন
‘শেষ’ থেকেই ‘শুরু’ করলো লেভারকুজেন

জার্মান বুন্দেসলিগায় আগের মৌসুমে ঝলক দেখিয়েছিল বায়ার লেভারকুজেন। অপরাজিত থাকার রেকর্ডে ইউরোপের সকল দলকে ছাড়িয়ে গিয়েছিল জাভি আলোনসোর দল।

‘চ্যালেঞ্জিং সময়ের একটি সাধারণ বাজেট, সৎ করদাতারা তিরস্কৃত’
‘চ্যালেঞ্জিং সময়ের একটি সাধারণ বাজেট, সৎ করদাতারা তিরস্কৃত’

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রায় আট লাখ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন। অর্থমন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন