রাজশাহীর দুর্গাপুর উপজেলার চৌপুকুরিয়া গ্রামের তাহাজ উদ্দিন (৪৫)। পেশায় কৃষক। সাধারণ জীবনযাপন করতেন। কিন্তু স্ত্রী চলে যাওয়ার পর থেকে বদলে যেতে থাকেন তিনি। একসময় যে মানুষটি মাঠে কাজ করতেন, সমাজের সঙ্গে মিশতেন, তিনি হয়ে পড়েন নিঃসঙ্গ, বিষণ্ণ। শেষ পর্যন্ত মানসিক অবসাদ তাঁকে ঠেলে দিল এক করুণ পরিণতির দিকে—গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন তাহাজ।কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে তাহাজ উদ্দিনের মনোমালিন্য হয়। পরিবারে ছোটখাটো ঝগড়া হতেই পারে, কিন্তু তাহাজের জীবনে এটি বড় ধাক্কা হয়ে আসে। স্ত্রী বাবার বাড়ি চলে যান, এরপর আর ফেরেননি। তাহাজ অনেক বুঝিয়েছেন, অনুরোধ করেছেন, কিন্তু কিছুতেই লাভ হয়নি। পরবর্তীতে স্ত্রীর অন্যত্র বিয়ে হয়ে গেলে তাহাজ পুরোপুরি ভেঙে পড়েন।স্ত্রী চলে যাওয়ার পর থেকে তাহাজ আর স্বাভাবিক জীবন যাপন করতে পারেননি। মানুষের সঙ্গে কথা বলা কমিয়ে দেন, কাজে মনোযোগ দিতে পারছিলেন না। বিষণ্ণতা তাঁকে গ্রাস করতে থাকে। একসময় যেন জীবনের প্রতি সব আগ্রহ হারিয়ে ফেলেন।এলাকাবাসী বলছেন, তিনি আগে যেভাবে জমিতে কাজ করতেন, প্রতিবেশীদের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে থাকতেন, তা একদমই বদলে যায়। নিজেকে গুটিয়ে নেন। আর শেষ পর্যন্ত এই মানসিক অবসাদ তাঁকে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করে।গত মঙ্গলবার ইফতারির আগ মুহূর্তে তাহাজ উদ্দিন গলায় ফাঁস দেন। ইফতারির পর তাঁর পরিবারের সদস্য ও স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। দ্রুত তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, তাহাজের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তবে পরিবার ও এলাকাবাসীর ভাষ্য, এটি আত্মহত্যা, এবং এর পেছনে বিষণ্ণতা ও একাকীত্বই মূল কারণ।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘এখনো ঘুমিয়ে থাকুন, আমাদের লড়াই আমরাই লড়ব’ দেবকে ভক্তের ভর্ৎসনা
‘এখনো ঘুমিয়ে থাকুন, আমাদের লড়াই আমরাই লড়ব’ দেবকে ভক্তের ভর্ৎসনা

গত ৮ আগস্ট দিবাগত রাতে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের এক নারী চিকিৎসককে ধর্ষণের পর খুন করা হয়।

সূতলকাঠিতে মাছ ধরার উৎসবে মেতেছিল হাজারো গ্রামবাসী
সূতলকাঠিতে মাছ ধরার উৎসবে মেতেছিল হাজারো গ্রামবাসী

শরীয়তপুর ডামুড্যায় দক্ষিণ সূতলকাঠির বিশাল পকুরে প্রতিবছরের মতো এ বছরও অনুষ্ঠত হলো দিনব্যাপী মাছ ধরার উৎসব। আর এ উৎসবকে ঘিরে Read more

সিআইয়ের ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ বন্দির প্রথম ছবি প্রকাশ
সিআইয়ের ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ বন্দির প্রথম ছবি প্রকাশ

হালকা-পাতলা গড়ন, চুল ছোট কিন্তু মুখভর্তি দাড়ি। একটি ক্লিনিক্যালি উজ্জ্বল ঘরে তার কব্জি বেঁধে রাখা হয়েছে। তবে তিনি নগ্ন। এটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন