পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে এক ইট ভাটায় অভিযান পরিচালনা করে ৭ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা ও ১৮ শত ফুট কাঠ জব্দ করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে F.A.C ব্রিকস, প্রো: ফরিদুল আলম-কে ৭ লক্ষ টাকা ও বন আইনে ১০ হাজার টাকা জরিমানা আদায় ও ১৮শত ঘনফুট কাঠ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। তাছাড়াও পানি দিয়ে ইটভাটা সমূহের চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১২টায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে লামা এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে অভিযানে সহায়তা করেন, সহকারি কমিশনার (ভূমি) রুপায়ন দেব, লামা ফায়ার সার্ভিসের সদস্যগন।লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, আমাদের এ অভিযান অভ্যাহত থাকবে। বালু, পাথর, পাহাড় এর বিরুদ্ধে জিরো টলারেন্স। অভিযান চলমান রয়েছে। এসআর
Source: সময়ের কন্ঠস্বর