বাংলাদেশ টেক্সটাইল  বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় শিক্ষার্থী কল্যাণ থেকে বসছে ৪টি বুথ। এসব বুথ তথ্য সহায়তা, বিনামূল্যে মোবাইল, ব্যাগ, মানিব্যাগ গচ্ছিত রাখাসহ বিভিন্ন সহযোগিতামূলক কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দু’পাশে  সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে তৈরি করা হয়েছে হেল্পডেস্ক টেন্ট, যেখান থেকে ভর্তি পরীক্ষা চলাকালীন পুরোটা সময় জুড়ে (৭ মার্চ) দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বুটেক্স ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নানাবিধ সহায়তা ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালিত হবে।  শিক্ষার্থীদের এমন আয়োজন সম্পর্কে বুটেক্স সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাওসিক জারিফ সিয়াম বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরেও অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এই বছর বিভিন্ন আয়োজনের মাধ্যমে আমরা ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছি। যেন পরীক্ষা দিতে এসে তাদের কোন সমস্যায় পড়তে না হয়। যদি কেউ কোন সমস্যার সম্মুখীন হয়েও থাকে সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা সর্বক্ষণ তাদের সহযোগিতায় নিয়োজিত থাকবে। তিনি আরও বলেন, এবারের ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে একটু ভিন্ন কারণ গতানুগতিক ছাত্ররাজনীতির বাইরে থেকে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ভর্তি পরীক্ষা। সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই ভর্তি পরীক্ষায় স্বেচ্ছাসেবক কাজে অংশগ্রহণ করছে এবং সহযোগিতায় নিয়োজিত রয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে, যারা তাদের নিজস্ব সত্তা থেকে এই কার্যক্রমে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ হয়েছে  আমি তাদেরকে আন্তরিকভাবে  অভিনন্দন জানাই। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মো: রাকিব সরদার বলেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীকে সহযোগিতা ও স্বাগত জানানোর জন্য এবার প্রথমবারের মতো সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একাধিক সহায়তা বুথ স্থাপন করা হয়েছে। এখানে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেকোনো ধরনের সহায়তা দেওয়ার জন্য আমাদের শিক্ষার্থীরা সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি আরও বলেন, এর আগে কখনো সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এমন বুথ বসানো হয়নি; বরং বিভিন্ন এলাকাভিত্তিক বুথ স্থাপন করা হতো, যেখানে নির্দিষ্ট এলাকার শিক্ষার্থীরা সহযোগিতা পেতেন। তবে এবার আমাদের বুথগুলো থেকে বাংলাদেশের যেকোনো প্রান্তের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা পাবেন। আমরা বিশ্বাস করি, এটি ভবিষ্যতে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। শিক্ষার্থী কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর মো. রিয়াজুল ইসলাম বলেন, বিশেষ করে যে-সব পরীক্ষার্থী একা আসে তাদের সাথে প্রয়োজনীয় কাগজপত্র, ব্যাগ, মানিব্যাগ বা মোবাইল ফোন থাকে যেগুলো পরীক্ষা কেন্দ্রে গ্রহণযোগ্য নয়। ফলে দেখা যায় পরীক্ষার্থীদের এসব বিষয়ে অনেক ভোগান্তিতে পড়তে হয়। তাই প্রশাসন নিজ উদ্যোগে বুটেক্স সাংবাদিক সমিতি ও সাধারণ  শিক্ষার্থীদের ব্যানারে ৪টি বুথ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি রেসিডেন্সিয়াল মডেল কলেজ, নটরডেম কলেজ ও নজরুল কলেজ নিজ উদ্যোগে আরো ৩টি বুথ স্থাপন করছে। যেখানে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে ও যেকোনো  সহযোগিতা নিতে পারবেন। প্রশাসনের এমন উদ্যোগকে ধন্যবাদ জানাই এবং যে-সব পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সবার জন্য শুভকামনা। উল্লেখ্য, ৬৪০ আসনের বিপরীতে ৯২৭৩ জন শিক্ষার্থী এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। প্রতি আসনের জন্য লড়বেন ১৫ জন পরীক্ষার্থী। ৭ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বুটেক্স ও বিএফ শাহীন কলেজে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগ নেতাকে লক্ষ্য করে ছোড়া গুলিতে কলেজ ছাত্র আহত
আ.লীগ নেতাকে লক্ষ্য করে ছোড়া গুলিতে কলেজ ছাত্র আহত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নে শওকত আলী নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে দুর্বৃত্তরা।

লক্ষ্মীপুর শহরে ভাঙচুরের বর্জ্য পরিষ্কার করলেন শিক্ষার্থীরা
লক্ষ্মীপুর শহরে ভাঙচুরের বর্জ্য পরিষ্কার করলেন শিক্ষার্থীরা

সাবাই মিলে যেভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করছেন, এবার সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার শপথ নেবো।

টিভিতে আজকের খেলা 
টিভিতে আজকের খেলা 

ক্রিকেট বাংলাদেশ-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি সরাসরি, বিকেল ৪টা টি স্পোর্টস

এমপি আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণ: তিনজন ৮ দিনের রিমান্ডে
এমপি আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণ: তিনজন ৮ দিনের রিমান্ডে

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেপ্তার তিন আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মাদকের টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা, আটক ছেলে
মাদকের টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা, আটক ছেলে

মাদক কেনার জন্য টাকা না দেওয়ায় রীনা আক্তার (৪০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন