চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিদেশি রিভলবারসহ দুটি অস্ত্র উদ্ধার করা হয়।বুধবার (০৫ মার্চ) দিবাগত রাতে রাউজান থানার পাহাড়তলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি রাম দা, ১টি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি এবং ১টি দেশিয় এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- আরাফাত মামুন ও বিপ্লব বড়ুয়া। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুইয়া জানান, গত ২৪ জানুয়ারি রাউজানের এক শুঁটকি ব্যবসায়ীকে জুমার নামাজ পড়তে যাবার সময় দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।এ ঘটনার পর নিহতের ছেলের মামলার প্রেক্ষিতে পুলিশ বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং অভিযান পরিচালনা করে। এরই অংশ হিসেবে বুধবার রাতেও পাহাড়তলী বাজার এলাকায় অভিযান চালানো হয়।এসময় মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আরাফাত মামুন ও বিপ্লব বড়ুয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে এ দুই আসামি নোয়াপাড়া এলাকার শুঁটকি ব্যবসায়ী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেয়েছে বলে জানান ওসি মনিরুল ইসলাম। তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে অস্ত্র মামলা করেছে বলেও জানান তিনি। এআই
Source: সময়ের কন্ঠস্বর