কিশোরগঞ্জের ভৈরবে ৪ কর্মকর্তার বদলী নেই ১০ বছর যাবত। তদবীর করে একই কর্মস্থলে তারা দীর্ঘ বছর যাবত সরকারি চাকরি করে যাচ্ছেন। দেখার যেন কেউ নেই। যদিও নিয়ম অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা তিন বছরের বেশি সময় একই কর্মস্থলে থাকতে পারেন না। তারা দীর্ঘদিন একই কর্মস্থলে থাকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।তারা হলো উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, উপজেলা সমাজসেবা অফিসার রিফফাত জাহান ত্রপা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন নাহার তাসমিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার স্বপ্না বেগম। ভৈরব উপজেলা পরিষদ অফিসে তাদের মত এমন সুবিধা নিয়ে আর কেউ চাকরি করার সুযোগ পাচ্ছেনা। জলি বদন তৈয়বা যুব উন্নয়ন কর্মকর্তা, তার স্বামীর বাড়ী ভৈরব শহরের আমলাপাড়া এলাকায়। ২০১৫ সালের ২৭ জুলাই তিনি ভৈরব উপজেলায় কর্মস্থলে যোগদানের পর এখনও এখানেই আছেন। রিফফাত জাহান ত্রপা সমাজসেবা অফিসার, তার স্বামীর বাড়ী পার্শ্ববর্তী রায়পুরা উপজেলা এলাকায়। তিনি ২০১২ সালের ১ নভেম্বর ভৈরব উপজেলার কর্মস্থলে যোগদান করার পর ২০১৭ সালে মাঝখানে দুইবার ৫ মাসের জন্য অন্যত্র বদলী হলেও ঘূরেফিরে আবারও ২০১৮ সালের ১৬ মার্চ থেকে এখনও ভৈরবে কর্মরত আছেন। শামসুন নাহার তাসমিন মহিলা বিষয়ক কর্মকর্তা, তিনি ২০১৯ সালের ২৭ অক্টোবর ভৈরব উপজেলায় কর্মস্থলে যোগদানের পর এখনও তার কর্মস্থলে কাজ করছেন। স্বপ্না বেগম মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার পদে ভৈরবে কর্মরত আছে ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি তারিখ থেকে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা ভৈরবের কর্মস্থলে যোগদান করার পর থেকে সরকারি চাকরি করলেও তারা বিভিন্নভাবে তদবির করে বদলী হচ্ছেননা। এমনটাই প্রচার আছে ভৈরবে। দীর্ঘদিন একই কর্মস্থলে কাজ করলে নানা ধরনের সুবিধা পাওয়ার অভিযোগ থাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন তাদেরকে দীর্ঘদিন যাবত বদলী হচ্ছেনা, বিষয়টি রহস্যজনক। এবিষয়ে ৪ জন কর্মকর্তা একইসুরে বলেন, সরকারি চাকরি করছি। কর্তৃপক্ষ যখন বদলি করবেন তখনই অন্যত্র চলে যাব। তারা বদলি ঠেকানোর তদবির কখনই করেননা বলে জানান। এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, বদলীর বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের। আমি জানিনা ভৈরবের কর্মকর্তাকে কেন বদলি করা হচ্ছেনা। জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, ভৈরবের কর্মকর্তা কতদিন যাবত কর্মরত আছেন সেই খবর আমার জানা নেই। তবে তাকে বদলি করার ক্ষমতা আমার নেই। মন্ত্রণালয় কর্তৃপক্ষ বদলি করেন। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ জানান, বর্তমান সময়ে কাউকে বদলি করা হবেনা। হয়তো আগামী সংসদ নির্বাচনের পর ভৈরবের কর্মকর্তা বদলি হতে পারেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন বলেন, আমি কয়েকদিন আগে ভৈরবে যোগদান করেছি। একাডেমি সুপারভাইজারের বদলি আমার হাতে নয়। কর্তৃপক্ষ মনে যখন করবেন তখন তাকে বদলি করবেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাফিত হত্যার মামলায় বন্ধুর দোষ স্বীকার
রাফিত হত্যার মামলায় বন্ধুর দোষ স্বীকার

ক্লাসরুমে দ্বন্দ্বের জেরে ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী জুবায়ের হাসান রাফিতকে খুনের মামলায় তার বন্ধু রাজিন ইকবাল চৌধুরী আদালতে দোষ স্বীকার Read more

গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয়
গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে।

পাল্টে গেল বঙ্গবন্ধু সেনানিবাসের নাম
পাল্টে গেল বঙ্গবন্ধু সেনানিবাসের নাম

 টাঙ্গাইলের ভূঞাপুরে অবস্থিত বঙ্গবন্ধু সেনানিবাসের নাম পরিবর্তন করে যমুনা সেনানিবাস নাম করণ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আশরাফ উদ্দিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন