ভোলায় লাইন্সেস ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন অবৈধভাবে ইটভাটায় ইট পোড়ানোর দায়ে ৫টি ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও একটি ইট ভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এবং ধ্বংস করা হয় প্রায় লক্ষাধিক কাঁচা ইট। বুধবার (০৫ মার্চ) সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।ইটভাটাগুলো হলো- চরফ্যাশন উপজেলার আয়েশাবাঘ এলাকার সততা ব্রিক ফিল্ড, আসলামপুরের এ আলী ব্রিক ফিল্ড, সামরাজের আনিসা ব্রিক ফিল্ড, হাজারিগঞ্জের সরমান ব্রিক ফিল্ড ও চর মাদ্রাজের মধুমতি ব্রিক ফিল্ড। এছাড়াও সামরাজ এলাকার ক্রাইন ব্রিক ফিল্ড নামে একটি ইট ভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, পরিবেশ অধিদপ্তর কতৃক কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করি। ওই সময় লাইন্সেস ও ছাড়পত্র বিহীন ৫টি ইটভাটারকে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।এছাড়াও প্রায় লক্ষাধিক কাঁচা ইট পানি দিয়ে ধ্বংস করা হয় এবং ক্রাইন নামে একটি ইটভাড়াকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।এআই
Source: সময়ের কন্ঠস্বর