বহুল আলোচিত ও পাহাড়খেকো কাউন্সিলর হিসেবে পরিচিত চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের  সাবেক কাউন্সিলর, আওয়ামী লীগ নেতা জহুরুল আলম জসিমকে ঢাকা থেকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।বুধবার (০৫ মার্চ) গভীর রাতে ঢাকার বনশ্রী এলাকা থেকে চট্টগ্রামের আকবর শাহ থানা পুলিশের একটি আভিযানিক দল জসিমকে গ্রেফতার করে।জসিম উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সর্বশেষ কমিটির যুগ্ম আহ্বায়ক। নগরীর আকবর শাহ এলাকায় বছরের পর বছর সরকারি একাধিক পাহাড় কেটে বিশাল সাম্রাজ্য গড়েছিলো চসিকের সাবেক এই কাউন্সিলর। গত বছরের ৫ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর জসিম আত্মগোপনে চলে যায়।বৃহস্পতিবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে আকবর শাহ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।জসিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আকবর শাহ এলাকায় পাহাড় কেটে রাস্তাসহ বিভিন্ন স্থাপনা তৈরির অভিযোগ রয়েছে।২০২৩ সালের ২৬ জানুয়ারি আকবর শাহ এলাকায় পাহাড় কাটা ও ভরাটের স্থান পরিদর্শনে গেলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও বর্তমান অন্তবর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়া ও হুমকি দেওয়ার মামলায় ১ নম্বর আসামি হিসেবে তাকে অভিযুক্ত করা হয়েছিল।এর আগে গত ১৮ ফেব্রুয়ারি আকবর শাহ থানা এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিম লুকিয়ে আছে এমন সংবাদে স্থানীয় লোকজন পুরো ভবন সারা রাত ঘেরাও করে রেখেছিল। এরপর পুলিশ পুরো ভবন তল্লাশী চালিয়ে জসীমকে পাননি। তবে  জসিমের স্ত্রীকে ঐ ভবনের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করে পুলিশ।চট্টগ্রাম মহানগর পুলিশের এক সিনিয়র কর্মকর্তা সময়ের কণ্ঠস্বরকে জানিয়েছেন, ঢাকা বনশ্রী এলাকা জসিমকে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ বিষয়ে জানতে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জরিমানার ১৭৫ মিলিয়ন ডলার পরিশোধ করলেন ট্রাম্প
জরিমানার ১৭৫ মিলিয়ন ডলার পরিশোধ করলেন ট্রাম্প

প্রতারণা মামলায় জরিমানার ১৭৫ মিলিয়ন ডলার পরিশোধ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উপজেলা নির্বাচন করতে ইউপি চেয়ারম্যান পদ ছাড়লেন বিএনপি নেতা
উপজেলা নির্বাচন করতে ইউপি চেয়ারম্যান পদ ছাড়লেন বিএনপি নেতা

রংপুরের গঙ্গাচড়ায় আলমবিদিতর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং বিএনপি নেতা মোকাররম হোসেন সুজন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইউপি Read more

দোগারি পর্বতে বাংলাদেশের প্রথম অভিযান
দোগারি পর্বতে বাংলাদেশের প্রথম অভিযান

চারপাশে পর্বতে ঘেরা ভ্যালিতে সমতল মাঠে আমাদের ক্যাম্প করা হয়েছে। ক্যাম্পের পাশ দিয়েই বরফ জমা নদী গেছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন