কোন দিন বিমানে উঠতে না পারা অত্যন্ত গ্রামে বাস করা এক কৃষকের ছেলে নিজেই বানালেন আল্টা  ভায়োলেট প্লেন। যা রীতিমতো অবাক করেছে শুধু মানিকগঞ্জ নয় সারা বাংলাদেশ ও বহিঃবিশ্বে।  মানিকগঞ্জের ছেলে জুলহাসের সেই উড়োজাহাজ এবার নজরে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।তাইতো বৈদ্যুতিক মিস্ত্রি জুলহাসের এই অসাধারণ প্রতিভা ও সৃজনশীলতা দেখে তার পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বুধবার (৫ মার্চ) দুপুরে শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় জুলহাস রহমানের হাতে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এই সহায়তা প্রদান করেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা এবং ‘আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।জুলহাস রহমান ২০১৪ সালে জিয়নপুর বিকেএস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। অর্থাভাবে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন নি। জীবিকার তাগিদে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ শুরু করেন। জুলহাসের এই অসাধারণ কৃতিত্বের কথা জানতে পেরে তারেক রহমান তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তার নির্দেশে জেলা বিএনপি এবং ‘আমরা বিএনপি পরিবার’ জুলহাসের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করেছে। ৫০ হাজার টাকার এই সহায়তা জুলহাসের গবেষণা ও উদ্ভাবনের কাজে গতি আনবে বলে আশা করা হচ্ছে।জুলহাস মোল্লা তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমি কখনো ভাবিনি আমার এই কাজ এত মানুষের নজরে আসবে। তারেক রহমান স্যারের সহযোগিতা আমার জন্য বড় প্রেরণা। এই টাকা দিয়ে আমি আরো ভালো কিছু করার চেষ্টা করবো।তিনি জানান, তার স্বপ্ন শুধু বিমান তৈরিতেই সীমাবদ্ধ নয়। তিনি ভবিষ্যতে আরও বড় উদ্ভাবনের মাধ্যমে দেশের নাম উজ্জ্বল করতে চান।চেক প্রদানে উপস্থিত জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেন, জুলহাসের মতো তরুণরাই আমাদের দেশের ভবিষ্যৎ। তারেক রহমান সবসময়ই প্রতিভাবান মানুষদের পাশে থাকার চেষ্টা করেন। আমরা তার নির্দেশে জুলহাসের পাশে এসে দাঁড়িয়েছি।আতিকুর রহমান রুমন বলেন, জুলহাসের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা আরো সহযোগিতা করব। তার এই উদ্ভাবন দেশের জন্য গর্বের বিষয়।উল্লেখ্য,গতকাল স্থানীয় প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করেছে এবং জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লাও প্রাথমিকভাবে তাকে উৎসাহ দেয়ার জন্য কিছু আর্থিক সহযোগিতা করেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জে আ. লীগের সমাবেশ, সড়ক অবরোধ
গোপালগঞ্জে আ. লীগের সমাবেশ, সড়ক অবরোধ

অন্তবর্তীকালনী সরকারকে অবৈধ দাবি করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই সময় সদর Read more

ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের দুই নেতা।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন