মহানবী (সা:) কে নিয়ে ফেইসবুকে কটুক্তিকারী সেই যুবকে আটক করেছে নেত্রকোনা জেলা পুলিশ। বুধবার (০৫ মার্চ) সকালে নেত্রকোনা জেলার পৌর শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। পরে পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে পুলিশের পক্ষ থেকে জানানো হয় আটক সুপ্ত সাহা অনিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগে ২০২৩ সনে সহ-সভাপতি ছিলেন। তিনি বিভিন্ন সময়ে ফেইসবুক পোস্টের কমেন্টে কটুক্তি করে মহানবীকে অবমাননা করে। এর পরিপ্রেক্ষিতে ধর্মপ্রাণ মুসুল্লিগণ বিভিন্ন সময়ে বিক্ষোভ কর্মসূচি করেছে। এ ঘটনায় খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত গাজী আব্দুর রহিম বাদী হয়ে মামলা দায়ের করেন। অনিকের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়। মনতলা গ্রামের সুনীল সাহার ছেলে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সুপ্ত সাহা অনিক নামে এক ফেসবুক আইডি থেকে মহানবীকে কটুক্তি করে এ ফেসবুক পোস্টে কমেন্ট করা হয়। ফেসবুক পোস্ট ও কমেন্টটি কয়েক ঘণ্টার সারা দেশে ছরিয়ে পরে। পরবর্তীতে ফেসবুকে তার বিচারের দাবিতে ব্যাপক প্রতিবাদ শুরু হয় এবং শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর দুপুর দুইটায় জেলা শহর সহ কলমাকান্দায় গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী আব্দুর রহিম জানান, সে দীর্ঘদিন যাবৎ ফেইসবুক ইন্টারনেটে মহানবী সাল্লাল্লাহু সালামকে নিয়ে কটুক্তি করে আসছে। তার কটুক্তির মাধ্যমে নেত্রকোনা তথা সারা বাংলাদেশের মুসলিম জনতা ক্ষুন্ন হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার আমরা তার গ্রেফতারের দাবিতে মানববন্ধন করি। আলহামদুলিল্লাহ আমরা এইমাত্র শুনেছি তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পর প্রসাশন বলেছে বাদি কে হবে, আমি নিজে বাদি হয়ে তার নামে মামলা দায়ের করেছি। পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, সুপ্ত সাহা অনিক নামে একজন ফেসবুকে মহানবীকে নিয়ে কটুক্তি করে পোস্ট বা কমেন্ট করে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন মাধ্যমে গত শুক্রবার তার বিচারের দাবিতে মানববন্ধন প্রতিবাদ করা হয়। তবে আজ সকালে পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে আমাদের ডিবি পুলিশ তাকে আটক করে। এআই
Source: সময়ের কন্ঠস্বর