রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর আবাসন প্রকল্প ঝিলমিল এলাকা থেকে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত ডাকাতদের নাম, জহিরুল ইসলাম ওরফে সাগর (২২), মো. রাজু (২০)। বুধবার (৫ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার (৪ মার্চ) আনুমানিক রাত ৭ টা ৪০ মিনিটে চুনকুটিয়া এলাকায় পুলিশের দায়িত্বরত একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে চুনকুটিয়া ঝিলমিল আবাসন এলাকায় ৭/৮ জনের ডাকাতদল দেশীয় অস্ত্রসহ যানবাহন থেকে ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে। পরবর্তীতে সেই সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুই ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ।এসময় পুলিশ তল্লাশি করে ডাকাতদের কাছ থেকে ৪টি ধারালো ছুরি উদ্ধার করে।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতি প্রস্তুতির বিষয়টি স্বীকার করে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছে। ডাকাতদলের পলাতক বাকি সদস্যদের গ্রেফতারে কাজ চলমান আছে বলে জানা যায়।এসআর
Source: সময়ের কন্ঠস্বর