মুন্সীগঞ্জের সিরাজদিখানে আবু তাহের লেংটা (৪০) নামে এক মিশুক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বালুচর রাজানগর গ্রামের কাচাঁ রাস্তা থেকে তার লাশ উদ্ধার করে। নিহত আবু তাহের ওই গ্রামের আলম চাঁন মাদবরের ছেলে।নিহতের বোন আঁখি বেগম (৩৫) জানান, গতকাল মঙ্গলবার দিনগত রাত ৯টার দিকে তার ভাই খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সারারাত আর বাড়ি ফিরে আসেনি। রাত থেকেই পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে সেহরীর পর বুধবার ভোর ৬টার দিকে রাজানগর গ্রামের কাঁঁচা রাস্তার উপর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তার পরিবারের লোকজনকে খবর দেয়। এরপর তারা সেখানে ছুটে যান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।সহকারি পুলিশ সুপার (সিরাজদিথান সার্কেল) আ ন ম ইমরান খান জানান, মিশুক চালক আবু তাহের নেশা করতো। ধারনা করা হচ্ছে রাতে বাড়ি থেকে বের হয়ে সে নেশা সেবন করতে গেছিলো। এরপর থেকে নিখোঁজ থাকে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। তার কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্ত শেষে হত্যা নাকি দুর্ঘটনা তা বলা যাবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেডবডি’র পানি বিতরণ
ডেডবডি’র পানি বিতরণ

ফের মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা।

ইরফানের সেঞ্চুরিতে ‘বিতর্কিত ম্যাচে’ মাশরাফিদের হারালো শাইনপুকুর
ইরফানের সেঞ্চুরিতে ‘বিতর্কিত ম্যাচে’ মাশরাফিদের হারালো শাইনপুকুর

ইরফান শুক্কুরের সেঞ্চুরিতে ভর করে মাশরাফি বিন মুর্তজার লিজেন্ডস অব রূপগঞ্জকে হেসেখেলে হারালো শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন