টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মুলিয়া, সহদেবপুর ও সাকরাইল গ্রামের সংঘর্ষ ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনায় উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে।কালিহাতী উপজেলা বিএনপির কার্যালয়ে মঙ্গলবার (০৪ মার্চ) বিকালে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক বলেন, তিন গ্রামের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানান এবং সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেন। সেই সাথে  উপজেলা বিএনপির পক্ষ থেকে  এ ধরনের ঘটনার তীব্র নিন্দা  এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। সংবাদ সম্মেলনে ভিপি রফিক আরও বলেন, “বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং জনগণের অধিকার রক্ষায় দলীয়ভাবে সকল কার্যক্রম অব্যাহত রাখবো।”সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুল তৌহিদ,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা ও যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন ও ইদ্রিস আলী, পৌর বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ মেম্বার ও যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন, বাংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান গিয়াস প্রমূখ।উল্লেখ্য, গত শুক্রবার বাংড়া ইউনিয়নের পীরসাব বাড়িতে একই ইউনিয়নের মুলিয়া ও সাকরাইল গ্রামের লোকজনদের মাঝে কথা কাটাকাটি হয়। বিষয়টি মীমাংসা করতে সোমবার দুপুরে একটি সালিশী বৈঠকের আয়োজন করা হয়। সালিশী বৈঠকের এক পর্যায়ে মুলিয়া, সহদেবপুর ও সাকরাইল গ্রামের লোকজন  সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের ১৫/২০ জন আহত হয়।  এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রামে সরকারি ৪১ দপ্তরের বিরুদ্ধে ৭৮টি অভিযোগের শুনানি
কুড়িগ্রামে সরকারি ৪১ দপ্তরের বিরুদ্ধে ৭৮টি অভিযোগের শুনানি

হাসি মুখে সেবা প্রদানের জন্য সরকারি কর্মচারীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন’র (দুদক) সচিব খোরশেদা ইয়াসমীন।

ভারতকে ফেভারিট মানছেন বিশ্বজয়ী ইংলিশ অধিনায়ক
ভারতকে ফেভারিট মানছেন বিশ্বজয়ী ইংলিশ অধিনায়ক

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসর মাঠ গড়ানোর আগেই শুরু হয়ে গেছে সাবেক ক্রিকেটারদের ভবিষ্যদ্বাণী। সেই দলে নামে লেখালেন ইংলিশ Read more

‘আপনার ঘুষ খাওয়ার জন্য দেশ স্বাধীন করিনি’ প্রকৌশলীকে বীর মুক্তিযোদ্ধা
‘আপনার ঘুষ খাওয়ার জন্য দেশ স্বাধীন করিনি’ প্রকৌশলীকে বীর মুক্তিযোদ্ধা

ঘূর্ণিঝড় রেমালের কারণে ঝালকাঠিসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে সরবরাহ বন্ধ হয়ে যায়।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন