কক্সবাজারের টেকনাফে নৌবাহিনী ও পুলিশ সদস্যদের একটি যৌথ অভিযান পরিচালনা করে গহীন পাহাড়ী এলাকা থেকে অপহরণকারী চক্রের হাতে জিম্মি থাকা ১১ নারী ও শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।তথ্য নিয়ে দেখা যায়, মঙ্গলবার (৪ মার্চ) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের অন্তর্গত আলীখালী গহীন পাহাড়ী এলাকায় নৌবাহিনী ও পুলিশ সদস্যরা একটি যৌথ অভিযান পরিচালনা করে পাহাড়ে জিম্মি থাকা অপহৃত ১১ জন নারী ও শিশুকে উদ্ধার করে।এবিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন সময়ের কন্ঠস্বরকে বলেন, স্থানীয় রিদুয়ান নামের এক ব্যক্তির তথ্য অনুযায়ী হ্নীলা আলীখালী পাহাড়ী এলাকায় অপহরণ চক্রের হাতে জিম্মি থাকা ১১ জন নারী শিশুকে উদ্ধার করতে সক্ষম হয় অভিযানিক দল। উক্ত অভিযানে পুলিশ বাহিনীর সাথে বাংলাদেশ নৌবাহিনীর একটি চৌকস দল অংশ গ্রহণ করেছেন। উদ্ধার হওয়া ভিকটিমদের মধ্যে ৯ নারী ও দুই শিশু রয়েছে।উদ্ধারকৃত ভিকটিমদের বরাত দিয়ে ওসি আরও বলেন, অপহৃত নারী শিশুরা সবাই একই পরিবারের সদস্য। তাদেরকে অপহরণকারীরা দেশীয় তৈরি অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানান এই কর্মকর্তা।এআই
Source: সময়ের কন্ঠস্বর