নির্মাতা রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জার প্রেম নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন রয়েছে। যদিও তাঁদের কেউই এখন পর্যন্ত এই বিষয়ে মুখ ফুটে কিছু বলেননি। এবার রাফীর জন্মদিন ঘিরে একটি ছবি প্রকাশ্যে এলে নেটিজেনরা বলতে শুরু করেন যে, রাফী-তমা নাকি চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন! এ নিয়ে তাঁরা সংবাদের শিরোনামও হয়েছেন।    তবে এই বিয়ের গুঞ্জন উড়িয়ে দিলেন তমা মির্জা। তাঁর দাবি, পুরো সংবাদটি মিথ্যা ও বিভ্রান্তিকর।  তমা বললেন, ‘বিয়ের মতো গুরুত্বপূর্ণ কিছু যদি ঘটে, সেটা লুকানোর কিছু নেই, অবশ্যই সবাইকে জানিয়েই বিয়ে করব। কিন্তু আপাতত এ নিয়ে আমার ভাবনা নেই, বিয়ে করলেও সেটা আরও পরে; এখন কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাই। তবে কথা না বলেই এ ধরনের সংবাদ প্রকাশ করা বিভ্রান্তিকর।’এই বিষয়ে সামাজিকমাধ্যমেও লিখেছেন অভিনেত্রী। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলের দিকে ফেসবুকের এক পোস্টে তিনি লেখেন, ‘এই ধরনের বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় গসিপ ছড়ানো থেকে বিরত থাকার জন্য আমি মিডিয়াকে জোরালোভাবে অনুরোধ করছি। একজন শিল্পী হিসেবে, আমার প্রাথমিক ফোকাস আমার কাজের ওপর, এবং আমি বর্তমানে আমার আসন্ন প্রকল্পগুলোর মাঝেই নিবেদিত। যারা দায়িত্বশীল এবং সত্যের সঙ্গে রিপোর্ট করেন, তাদের সম্মান এবং পেশাদারিত্বের আমি প্রশংসা করি।’এদিকে, রাফীর সঙ্গে বর্তমান সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তমা বললেন, ‘রাফীর সঙ্গে আমার সম্পর্কটা পারিবারিক। কেননা, একসঙ্গে আমরা বেশকিছু কাজ করেছি, তাই রাফীর পরিবারের সঙ্গে এক ধরনের যোগাযোগ তৈরি হয়েছে। শুধু আমারই নয়; সিয়াম, পূজাসহ আরও অনেকের ক্ষেত্রেই এ কথা প্রযোজ্য।’এবারের জন্মদিনে যে ছবির সূত্র ধরে নেটিজেনরা বিয়ের গুঞ্জন তুলেছেন, সেই ছবিতে দেখা যাচ্ছে, মা ও তমাকে নিয়ে জন্মদিনের কেক কাটছেন রাফী।জন্মদিন ও প্রকাশ্যে আসা ছবিটির বিষয়ে তমা বলেন, ‘আপনারা সকলেই জানেন, প্রায় দেড় মাস আগে রাফীর বাবা মারা গেছেন। আঙ্কেল আমাকে অনেক স্নেহ করতেন। এবার আঙ্কেলকে ছাড়া রাফীর প্রথম জন্মদিন। যে কারণে আন্টির খুব মন খারাপ ছিল, রাফীরও মন খারাপ ছিল। কেননা ওর জন্মদিন নিয়ে আঙ্কেলেরই সবচেয়ে বেশি আগ্রহ থাকত। কিন্তু এবার যেহেতু তিনি নেই, আমরা সবাই চেয়েছি রাফীর পাশে থাকতে। জন্মদিন পালন নিয়ে কোনো প্ল্যান-প্রোগ্রাম ছিল না। যেহেতু রোজার মাস তাই আমার মাথায় কাপড় ছিল, আর পাশে যেহেতু আন্টিও ছিলেন, তাই অনেকে ধরে নিয়েছেন যে আমরা বিয়ে করে ফেলেছি! এটা কোনো কথা!’ যোগ করে বলেন, ‘এ ধরনের সংবাদ কতটা যে বিভ্রান্তির সৃষ্টি করে, সেটা যারা এই পরিস্থিতির মুখোমুখি হয়, তারাই ভালো বলতে পারেন। যেহেতু আমি আমার পরিবারের সঙ্গে একবাসাতে থাকি, এমন ঘটনায় পরিবারের সদস্যরাও বিভ্রান্তির মধ্যে পড়েন। এর আগে আদনান ভাই আর মেহজাবীনকে নিয়েও তো আমরা অনেক সংবাদ দেখেছি, কিন্তু যখন তারা বিয়ে করলেন তখন সবাইকে জানিয়েই করেছেন। তাই এই বিষয়ে নিশ্চিত না হয়ে সংবাদ প্রকাশ করা বিভ্রান্তিকর।’প্রসঙ্গত, ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির অপেক্ষায় রয়েছে রায়হান রাফী পরিচালিত নতুন ওয়েব ফিল্ম ‘আমলনামা’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তমা মির্জা। তিনি ছাড়াও এতে রয়েছেন গাজী রাকায়েত, সারিকা সাবরিন, কামরুজ্জামান কামু, হাসনাত রিপন প্রমুখ।এ ছাড়া আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে তমা মির্জা অভিনীত চলচ্চিত্র ‘দাগি’। যেখানে তাঁকে দ্বিতীয়বারের মতো বড় পর্দায় দেখা যাবে আফরান নিশোর বিপরীতে। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রেমালে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে বিজিবি
রেমালে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে বিজিবি

ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সাতক্ষীরায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি।

রাফাহ’র বাস্তুচ্যুত শিবিরে হামলায় ব্যবহৃত হয়েছিল যুক্তরাষ্ট্রের অস্ত্র
রাফাহ’র বাস্তুচ্যুত শিবিরে হামলায় ব্যবহৃত হয়েছিল যুক্তরাষ্ট্রের অস্ত্র

গাজার রাফাহ শহরে বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের ওপর যে ভয়াবহ হামলা চালানো হয়েছিল তাতে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র ব্যবহার করা হয়েছিল। মার্কিন Read more

ক্লাবের ‘অনুরোধে’ প্রস্তুতি ক্যাম্পের পর সুপার লিগ
ক্লাবের ‘অনুরোধে’ প্রস্তুতি ক্যাম্পের পর সুপার লিগ

তীব্র গরমের কারণে চলমান ঢাকা লিগের সুপার লিগের খেলার মাঝে দুদিন বিরতি দিয়ে সূচি ঘোষণা করা হয়েছিল।

গাজীপুরে সড়কে শৃঙ্খলা ও আবর্জনা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা 
গাজীপুরে সড়কে শৃঙ্খলা ও আবর্জনা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা 

গাজীপুরের বিভিন্ন সড়ক থেকে ময়লা আবর্জনা পরিষ্কারের কার্যক্রম শুরু করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা সড়কে যান চলাচলে শৃঙ্খলা ঠিক রাখতে Read more

দফায় দফায় কারিকুলাম পরিবর্তনে শিক্ষায় কী প্রভাব পড়ছে?
দফায় দফায় কারিকুলাম পরিবর্তনে শিক্ষায় কী প্রভাব পড়ছে?

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ হিসেবে প্রস্তুত করতে এই উদ্যোগ তাদের। কিন্তু নতুন কারিকুলাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন