ভোলার বোরহানউদ্দিনে আকবর আলী নামের এক মাদক কারবারিকে ধরতে গিয়ে তাঁর স্বজনদের হামলায় গুরুতর আহত হয়েছেন কামরুল ইসলাম নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)।মঙ্গলবার (৪ মার্চ) রাত ৯টায় উপজেলার কাঁচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালীরহাট বাজার সংলগ্ন গুচ্ছ গ্রামে এ হামলার ঘটনা ঘটে।বোরহানউদ্দিন থানা পুলিশ ও একাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানা পুলিশের এএসআই কামরুল ইসলামসহ তিন পুলিশ সদস্যের একটি টিম গুচ্ছ গ্রাম নামক ওই স্থানে মাদক উদ্ধার অভিযানে যান। রাত ৯টার দিকে সেখান থেকে কিছু গাঁজাসহ মাদক কারবারি আকবর আলীকে পুলিশ আটক করে। একপর্যায়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন লোক সেখানে একত্রিত হয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে আকবর আলীকে ছিনিয়ে নেয়।স্থানীয়রা জানান, আকবর আলী একজন পেশাদার মাদক কারবারি। তাকে পুলিশ গাঁজাসহ আটক করলে তার শশুড় আলমগীরসহ বেশ কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে আকবর আলীকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় পুলিশের এএসআই আকবর আলী আহত হলে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এদিকে, এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের উপর হামলাকারীদেরকে ধরতে পুলিশের বেশ কয়েকটি টিম চিরুনি অভিযান চালাচ্ছেন।এ বিষয়ে জানতে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমানকে মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে ডিউটি অফিসার নজরুল ইসলাম জানিয়েছেন, এএসআই কামরুল ইসলামের উপর মাদক কারবারিরা হামলা চালানোর কারনে ওসিসহ পুলিশের বেশ কয়েকজন সদস্য ঘটনাস্থলে গিয়েছেন। এর বেশি কিছু তিনি জানেন না।উল্লেখ, গেল ৬ জানুয়ারি একই উপজেলার বাটামারা গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করতে গিয়ে স্বজনদের হামলায় পুলিশের দুই এএসআই গুরুতর আহত হয়েছিলেন। সেই ঘটনার রেশ না কাটতেই আরেকটি ঘটনার পুনরাবৃত্তি ঘটল। যাঁর কারনে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন।এফএস
Source: সময়ের কন্ঠস্বর