কক্সবাজারে টেকনাফের পাহাড়ী অরণ্যে পুলিশ সদস্যরা সাঁড়াশি অভিযান পরিচালনা করে গত ৫ দিন ধরে অপহরণকারীদের হাতে জিম্মি থাকা অপহৃত দুই যুবককে উদ্ধার করেছে। উক্ত অভিযানে অপহরণ বেশ কিছু মুক্তিপণের নগদ টাকাসহ ৩ জনকে আটক করতে সক্ষম হয়েছে অভিযানিক দল।ধৃত তিন অপহরণকারী হচ্ছে-টেকনাফে হ্নীলা ইউনিয়নের অন্তর্গত মোলভীপাড়া এলাকার মো. খোরশেদ আলম (৩৫),মো.ফয়সাল (১৯), মো. ইউসুফ (৩০)।উদ্ধার হওয়া দুই অপহৃত হলেন-বগুড়া জেলার অন্তর্গত আব্দুল হামিদের পুত্র মো.সবুজ (৩০) আহাম্মদ আলির পুত্র মেহেদি হাসান টিটু (৩০)।৪ মার্চ (বুধবার) বিকালের দিকে, অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন সময়ের কন্ঠস্বরকে বলেন,গত ২৬ ফেব্রুয়ারি মেহেদি হাসান টিটু এবং মো.সবুজ বগুড়া জেলা থেকে কক্সবাজারে আসে। একই দিন রাত ১১ টার দিকে টেকনাফের হ্নীলা স্টেশনে পৌঁছালে তাদের অপহরণ করে গহীন পাহাড়ী এলাকায় নিয়ে যায়। এরপর থেকে তাদের মারধর করে একটি ভিডিও ধারণ করে অপহৃতের পরিবারের কাছে হস্তান্তর করার পাশাপাশি ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।উক্ত বিষয়ে গত ২ মার্চ (রবিবার) ভুক্তভোগী পরিবারের সদস্যরা টেকনাফ মডেল থানায় একটি এজাহার দায়ের করলে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়। অবশেষে পুলিশ সদস্যরা গহীন পাহাড়ী এলাকায় বেশ কয়েক দফা অভিযান পরিচালনা করে অপহৃত দুই যুবককে উদ্ধার করা হয়। পাশাপাশি অপহৃত পরিবারের কাছ থেকে আদায় করা মুক্তিপণের ১ লাখ ২৫ হাজার নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয়।ওসি আরো জানান, স্থানীয়রা যদি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করলে অত্র উপজেলার বিভিন্ন সময় ঘটে যাওয়া অপহরণ বানিজ্য কমে আসবে। পাশাপাশি উক্ত অপরাধে জড়িত অপরাধীদের চিহ্নিত করার পাশাপাশি আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবে বলেও জানান এই কর্মকর্তা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি বিপুল, সম্পাদক পলাশ
কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি বিপুল, সম্পাদক পলাশ

পটুয়াখালীর কলাপাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে বিপুল চন্দ্র হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. গোফরান বিশ্বাস পলাশ Read more

কলকাতা উপ-হাইকমিশনের প্রথম সচিব রঞ্জন সেনের মেয়াদ বাড়লো
কলকাতা উপ-হাইকমিশনের প্রথম সচিব রঞ্জন সেনের মেয়াদ বাড়লো

ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) পদে আরও দুই বছর দায়িত্ব পালন করবেন সাংবাদিক রঞ্জন সেন।

কমিশন গঠন করে পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত দাবি
কমিশন গঠন করে পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত দাবি

গত ১৫ বছর যারা ক্ষমতায় ছিল, তারা এই পিলখানা হত্যাকাণ্ডে তাদের দায়ী করছেন কি না? জানতে চাইলে তিনি বলেন, একজন Read more

কালিয়াকৈরে হত্যা মামলার ৩১ নম্বর আসামি গ্রেফতার
কালিয়াকৈরে হত্যা মামলার ৩১ নম্বর আসামি গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ই আগস্টের হত্যা মামলার ৩১ নম্বর এজাহারভুক্ত আসামি আশরাফ উদ্দিন গ্রেফতার হয়েছে।সোমবার (৪ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন