সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের মাধবকাটি টু সাতানী বাজার সড়কের মজুমদার খালের উপর স্থাপিত নারায়নজোল ব্রীজটি ষাটের দশকে নির্মিত। ব্রীজটি নতুনভাবে সংস্কার করার জন্য এলজিইডি সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। প্রাকৃতিক দুর্যোগের সময় নারায়নজোলের এই ব্রিজটি কয়েকবার ভাঙ্গনের মুখে পড়ে। সেই থেকে এ ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাছাড়া ব্রিজটির পার্শ্ব রেলিং না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে।মঙ্গলবার (০৪ মার্চ) সরেজমিনে দেখা যায়, ব্রীজটির ডেক্স স্ল্যাব, উইং ওয়ালসহ সকল অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পার্শ্ব রেলিংও নেই। বর্তমান সময়ে মজুমদার খাল খননের কাজ চলছে। এ অবস্থায় এলজিইডি পক্ষ থেকে যদি ব্রীজটি নির্মাণ করা হয় তাহলে এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। সদর উপজেলার নারায়নজোল, সাতানী, হরিশপুর, আগরদাঁড়ীসহ প্রায় ২০টিরও বেশি গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াত ও জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম এ ব্রীজ। তাছাড়া পথচারীসহ স্কুল ও কলেজগামী হাজার হাজার ছাত্র-ছাত্রী ব্রীজটি ব্যবহার করে স্কুল কলেজে যাতায়াত করে। এ ব্রীজ দিয়ে ভারী অথবা মাঝারী কোন ধরনের যানবাহন চলাচল করতে পারেনা। কেননা, ভারী কোন যানবাহন চললে যেকোন মুহুর্তে ধ্বসে যেতে পারে ব্রীজটি। স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, স্বাধীনতার পর থেকে ব্রীজটি কখনো সংস্কার করা হয়নি। জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও তা কখনো আলোর মুখ দেখেনি। ফলে বর্ষা মৌসুমে ব্রীজটি সম্পূর্ণ ধ্বসে পড়ার আশঙ্কা এলাকাবাসীর। তাদের দাবী, সাতক্ষীরা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জনসাধারণের জন্য এ ব্রীজটি যেন নতুনভাবে নির্মান করে দেন। স্থানীয়রা জানান, স্থানীয় চেয়ারম্যানরা কয়েকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। এখন মজুমদার খাল খননের কাজ চলছে এ অবস্থায় আমরা এলজিইডি র নির্বাহী প্রকৌশলীর কাছে এ ব্রিজটি দ্রুত সংস্কার অথবা পুনঃনির্মাণ করে দেওয়ার দাবি জানাই।সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী বলেন, ওই ব্রীজ সম্পর্কে আমার জানা ছিলনা। এখন যেহেতু জেনেছি সেহেতু সরেজমিনে পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে ব্রীজটি সংস্কার বা নতুম ব্রীজ নির্মাণের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিএম‌পি ক‌মিশনারসহ ১০ পু‌লিশ কর্মকর্তা‌র বদ‌লি
সিএম‌পি ক‌মিশনারসহ ১০ পু‌লিশ কর্মকর্তা‌র বদ‌লি

অতিরিক্ত আইজিপি পদ মর্যাদায় দা‌য়িত্বরত চট্টগ্রাম পু‌লিশ ক‌মিশনার কৃষ্ণপদ রায় এবং ৯ জন ডিআইজি পদমর্যাদার পু‌লিশ কর্মকর্তাকে বদলি করা হ‌য়ে‌ছে।

পাশে দাঁড়ানোর অনুরোধ কিয়ারার
পাশে দাঁড়ানোর অনুরোধ কিয়ারার

এক দশকের ক্যারিয়ারে এবারই প্রথম আমন্ত্রিত হয়ে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।

ডাকাত আতঙ্কে রাত জেগে পাহারা
ডাকাত আতঙ্কে রাত জেগে পাহারা

মুন্সীগঞ্জে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন পৌরবাসী। নিজেদের জানমালের নিরাপত্তায় পাড়া-মহল্লায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ লাঠি, টর্চলাইট, বাঁশি নিয়ে রাত জেগে Read more

এক বছরে কুষ্টিয়ায় পাটের আবাদ কমেছে ৯০ হাজার বিঘা
এক বছরে কুষ্টিয়ায় পাটের আবাদ কমেছে ৯০ হাজার বিঘা

চলতি বছর কুষ্টিয়ায় পাটের আবাদ কমেছে। আশানুরূপ ফলনা না হওয়া, বৃষ্টিপাত কমে যাওয়া এবং ন্যায্য দাম না পাওয়ার পাশাপাশি পাট Read more

কিছু দেশ কেন নিজেদের মুদ্রার দাম কমিয়ে রাখতে চায়?
কিছু দেশ কেন নিজেদের মুদ্রার দাম কমিয়ে রাখতে চায়?

সব সময় মুদ্রার দাম পড়ে যাওয়া দুশ্চিন্তার কারণ নাও হতে পারে। কোনও কোনও দেশ অর্থনৈতিক লাভের জন্যও নিজেদের মুদ্রার দাম Read more

শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদ
শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদ

শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করা হবে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন