উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ পরিবার এবং আহতদেরকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার (৪ মার্চ) উল্লাপাড়া উপজেলার মাগুড়াডাঙ্গা গ্রামের নিহত দুইটি পরিবারকে নগদ ১ লাখ টাকা এবং আহত দুজনকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা ও সমবেদনা জ্ঞাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, মৃত্যুর ফায়সালা করেন মহান আল্লাহ রাব্বুল আলামীন। আল্লাহ তাআলার সিদ্ধান্ত ছাড়া করো মৃত্যু হয় না। মৃত্যুর কোন নির্দিষ্ট সময় নেই, বয়স নেই। যেকোনো সময়, যেকোনো জায়গায় মৃত্যু হতে পারে। আল্লাহ তাআলার আদেশের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। আল্লাহ তাআলা নিহতদের পরিবার, আত্মীয় -স্বজনকে ধৈর্য ধারনের তাওফিক দিন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে। যেকোনো দূর্ঘটনা বা দূর্যোগ মূহুর্তে মানুষের পাশে দাঁড়িয়েছে। ইসলামি রাস্ট্র প্রতিষ্ঠা হলে সকল নাগরিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে।এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা আমীর অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল বারী, যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রেজাউল করিম, পূর্ণিমাগাতী ইউনিয়ন জামায়াতের সভাপতি -ইমদাদুল হক শাহারুলউল্লেখ্য, গত (২০ ফেব্রুয়ারী) উল্লাপাড়া উপজেলার চালা বাজারে বাস- অটোভ্যানের সংঘর্ষে নিহত মগুড়াডাঙ্গা গ্রামের রনি ইসলাম (৩৫) ও ফারুক হোসেন (৩০) আহতরা হলেন হারুন অর রশিদ (২৮), ভেটুয়াকান্দি গ্রামের হযরত আলি(২৫)।এমআর
Source: সময়ের কন্ঠস্বর