গাজীপুরের কালিয়াকৈর কলেজে গভর্নিং বডি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (৪ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অত্র কলেজের গভর্নিং বডির গঠন সংক্রান্ত সকল ক্যাটাগরির নির্বাচনী কার্যক্রম স্থগিত সংক্রান্ত ২৩ ফেব্রুযারী বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হলো। বিধি মোতাবেক এডহক কমিটির মেয়াদের মধ্যে গভর্নিং বডি গঠনের লক্ষ্যে অন্যান্য ক্যাটাগরির নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করতে হবে।এর আগে, ২৩ ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা হয়েছিল। তবে, জাতীয় বিশ্ববিদ্যালয় সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে এখন কলেজ কর্তৃপক্ষকে দ্রুত নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই নির্দেশনার ফলে কালিয়াকৈর কলেজে গভর্নিং বডি গঠনের প্রক্রিয়া পুনরায় শুরু হবে। কলেজ কর্তৃপক্ষকে এখন বিধি মোতাবেক নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।এই নির্বাচন কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গভর্নিং বডির সদস্যরা কলেজের নীতি নির্ধারণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, এই নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর গভর্নিং বডি গঠিত হবে, যা কলেজের সার্বিক উন্নয়নে সহায়ক হবে।এফএস
Source: সময়ের কন্ঠস্বর