জিগজাগ ইটভাটায় অভিযান করা হলে আন্দোলনের মাধ্যমে সারাদেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান।মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলার বিভিন্ন ইটভাঁটার মালিকসহ দুই সহস্রাধিক শ্রমিক-কর্মচারী বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ফিরোজ হায়দার খান এসব কথা বলেন।তিনি আরও বলেন, সারাদেশের সাড়ে ৮ হাজার ইটভাটায় ৫০ লাখের বেশি শ্রমিক কাজ করছে। একটি চক্র এই শ্রমিকদের পথে বসাতে চক্রান্ত করছে। চক্রান্তকারীরা তাদের চক্রান্তের মাধ্যমে ইটভাটা মালিক শ্রমিকদেরকে সরকারের মুখোমুখী করার চেষ্টা করছে। আমাদের ন্যায্য দাবি না মানলে সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। লক্ষ লক্ষ শ্রমিকদের সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল সিকদারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, ইটভাটা মালিক সমিতির সহ-সভাপতি আমানউল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদস্য ছানোয়ার হোসেন খান, সদস্য জুলহাস মিয়া প্রমুখ। পরে ৭ দফা দাবিতে ইট প্রস্তুতকাী মালিক সমিতির নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা এবং পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা বরাবর স্মারকলিপিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের হাতে তুলে দেন।এমআর
Source: সময়ের কন্ঠস্বর