টানা ৪ বছরের চেষ্টায় নিজের তৈরি আল্ট্রা লাইট বিমান আকাশে উড্ডয়ন করে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকার জুলহাস মোল্লা (২৮)।জেলা প্রশাসকের উপস্থিতিতে মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলার জাফরগঞ্জ যমুনার পাড়ে এ উড্ডয়ন দেখতে উৎসুক জনতার ঢল নামে। তেওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক জলিল মোল্লা ছেলে জুলহাস রহমান (২৮)। পরিবারের ছয় ভাই-বোনের মধ্যে জুলহাস পঞ্চম। জানা যায়, সংসারে অর্থাভাবে ২০১৪ সালে মাধ্যমিকেই থেমে যায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা। বর্তমানে তিনি ঢাকায় ইলেকট্টিক মিস্ত্রির কাজের পাশাপাশি তিনি চার বছরের চেষ্ঠায় নিজেই অলট্রা লাইট বিমান তৈরি করেন এই যুবক। যা দেখতে যমুনার পাড়ে হাজারো দর্শনার্থীর জড়ো হয়।তার সাথে কথা বলে জানা গেছে, পেশায় তিনি একজন ইলেক্ট্রিশিয়ান। ফায়ার এলামের চাকরির পাশাপাশি চার বছর ধরে তিনি বিমান তৈরি করে আকাশে উড়ানোর চেষ্টা করছেন তিনি। শখের বসে তিনি প্রায় ৩ বছর পূর্বে একটি খেলনা বিমান তৈরি করে আমাশে উড়েয়ে ছিলেন। সেই থেকেই শখ আর পূরনও করে দেখালেন তিনি। কিন্তু তিনি কোনো প্রশিক্ষণ ছাড়াই নিজেই ড্রাইফ করে আকাশে উড়িয়েছেন বিমানটি। এটি তার ২য় বিমান তৈরি এবং বিমানের মেটেরিয়াল তৈরিতে প্রায় দেড় লাখ টাকা খরচ করেছেন জুলহাস।তবে, তার গত চার বছরে এই কাজের পেছনে প্রায় ৮/১০ লাখ টাকা খরচ করেছেন তিনি। ইতিমধ্যে তিনি জেলা প্রশাসকের কার থেকে একটি আর্থিক সহযোগিতা পেয়েছেন।তেওতা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন সময়ের কণ্ঠস্বরকে জানান, জুলসাহ এলাকার কৃতি সন্তান। তার কাজ প্রশংশনীয়। স্বল্প শিক্ষিত একজন ছেলে টেকনিক্যালি কোন প্রশিক্ষণ নেই এবং কখনো প্লেনে না উঠেও নিজের প্লেন তৈরি করে নিজের অবতরণ করল। বর্তমান সরকার ও যথাযর্থ কর্তৃপক্ষ যদি জুলহাসকে সহযোগিতা করে ট্রেনিংয়ের ব্যবস্থা করে তাহলে দেশীয় প্রযুক্তিতে এমন প্লেন তৈরি করে দেশ ও জাতিকে সম্মানের সঙ্গে আরও এগিয়ে নিয়ে যাবে আমার বিশ্বাস।উদ্ভাবনী এই কাজের প্রশংসা করে মানিকগঞ্জ জেলা প্রশাসক ডা. মনোয়ার হোসেন মোল্লা জানান, এমন উদ্ভাবনী কার্যক্রম তিনি অভিভূত। বিষয়টি ভাষায় প্রকাশ করা মতন না। বিমানটি অবতরনের একটি ভিডিও ফেজবুকে ছড়িয়ে পড়লে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী কাছ থেকে মুঠোফোনের মাধ্যমে জানতে পারি মানিকগঞ্জের প্রত্যন্ত এলাকার একজন ছেলে তৈরি এ বিমান। তার সঙ্গে যোগাযোগের পর আজ তার এলাকায় এসে তাকে প্রণোদনা এবং সরকারি সহায়তার দেওয়া যায় কিনা সে বিষয়ে চেষ্টা ও এই প্রযুক্তি বিকাশে প্রশাসন তার পাশে থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণঅভ্যুত্থানে সেনাবাহিনীকে যে বিষয়ে সতর্ক করেছিলেন ভলকার তুর্ক
গণঅভ্যুত্থানে সেনাবাহিনীকে যে বিষয়ে সতর্ক করেছিলেন ভলকার তুর্ক

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চরম মুহূর্তে ছাত্র-জনতাকে লক্ষ্য করে কোন ধরনের দমনপীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক Read more

ভারতে গুরুতর অপরাধে যুক্ত নাবালকদের ‘সাজা’ নিয়ে কেন বারবার বিতর্ক
ভারতে গুরুতর অপরাধে যুক্ত নাবালকদের ‘সাজা’ নিয়ে কেন বারবার বিতর্ক

নাবালকদের মধ্যে অপরাধ প্রবণতা, অপরাধের ভয়াবহতা এবং তাদের বয়সের কথা মাথায় রেখে বিচার বা সংশোধনের ব্যবস্থা নিয়ে আদালতের উদ্বেগ বিভিন্ন Read more

১১ বছরেও শেষ হয়নি যুবলীগ নেতা মিল্কি হত্যার বিচার
১১ বছরেও শেষ হয়নি যুবলীগ নেতা মিল্কি হত্যার বিচার

রাজধানীর গুলশান-১ নম্বর শপার্স ওয়ার্ল্ড নামে একটি বিপণিবিতানের সামনে ১১ বছর আগে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক Read more

‘বিদায় হজের ভাষণে বিশ্ব মানবতার সব নির্দেশনা ছিল’
‘বিদায় হজের ভাষণে বিশ্ব মানবতার সব নির্দেশনা ছিল’

মহানবী (সা.) এর বিদায় হজ ও গদীরে খুম দিবস উপলক্ষে রাজশাহীতে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন