মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামের চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ৬টি মামলায় ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (০৪ মার্চ) ১২টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। এ সময় বিভিন্ন দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা না থাকা এবং সড়কের ওপর পণ্য রাখার দায়ে ৬ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।অভিযানে যানজট ঠেকাতে ফুটপাথে অবৈধ দোকান না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। বাজার মনিটরিং করে তাৎক্ষণিক মোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।বিষয়টির সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা আদায় করা হয়েছে। এআই
Source: সময়ের কন্ঠস্বর