জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ সেশনের নাহিদ ইসলাম সম্রাট ধোলাইখাল এলাকার একটি মার্কেটের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ভুলক্রমে নির্মাণাধীন ভবনের ঢালাইয়ের ওপর পা রাখায় তার ওপর হামলার অভিযোগ উঠেছে ওয়ারী থানার ৩৮ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল হক সহিদ ও ধোলাইখাল এলাকার স্থানীয় লোকজনের বিরুদ্ধে।  সোমবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর ধোলাইখাল এলাকার টিপু সুলতান সড়কে এ ঘটনার সূত্রপাত ঘটে। এসময় সম্রাটকে উদ্ধার করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের আরও ৭জন শিক্ষার্থী আহত হন। হামলার ঘটনায় আহত শিক্ষার্থীরা হলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদ ইসলাম সম্রাট ও জাহিদ হাসান জিম, একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইশতিয়াক হোসেন রাতুল ও আল মামুন, ইতিহাস বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক, আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকাশ ও আবু সাঈদ মো. আকিব।হামলায় আহত তিন শিক্ষার্থীকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক। সিদ্দিককের পায়ে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। এক্সরে সম্পন্ন করে প্লাস্টার করা হয়। আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকাশের মাথায় হামলাকালীন সময়ে গরম পানি ফেলা হয়। তার মুখ ও মাথা গরম পানিতে ক্ষতিগ্রস্ত হয়। আবু সাঈদ মো. আকিবের পায়ে কাঁচবিদ্ধ হয়। পা থেকে রক্ত ঝরতে দেখা যায়। হামলায় আহত বাকি পাঁচ শিক্ষার্থী নাহিদ ইসলাম সম্রাট ও জাহিদ হাসান জিম, ইশতিয়াক হোসেন রাতুল ও আল মামুন, হাবিবুর রহমানকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালের ৯নং ওয়ার্ডে ভর্তি করা হয়। হামলার ঘটনার সূত্রপাত হিসেবে প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সম্রাট ধোলাইখাল এলাকার একটি মার্কেটের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ভুলক্রমে নির্মাণাধীন ভবনের ঢালাইয়ের ওপর পা রাখেন। এতে স্থানীয় কয়েকজন তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাকে মারধর করা হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করতে তার রুমমেট হাবিবসহ আরও একজন ঘটনাস্থলে উপস্থিত হন। তারা যাওয়ার পর স্থানীয় লোকজন উল্টো তাদেরও আটক রেখে মারধর করেন। পরে আহত অবস্থায় সম্রাটকে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার খবর চারোদিকে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে রাত বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমবেত হন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় থেকে স্থানীয় নেতার বাড়ি নবাবপুর এলাকায় উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং স্থানীয় একটি ক্লাবে ভাংচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে রাত ১টার দিকে ওয়ারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় ঔই নেতার বাড়ি নবাবপুর রোড়ের টিপু সুলতান সড়কের লালচাঁন মকিম লেনে। শিক্ষার্থীরা নেতার (শহিদুল হক সহিদ) বাড়িতে প্রবেশ করতে দীর্ঘ সময় চেষ্টা চালায়। এসময় পুলিশ ও র‍্যাব সদস্যদের মাধ্যমে বাড়িটি নিরাপত্তা দিতে ঘেরাও করে রাখা হয়।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের মধ্যে স্থানীয় ব্যক্তির সাথে একটি রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম শহিদুল হক সহিদ, যিনি নবাবপুর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং ৩৮ নং ওয়ার্ড, বিএনপি, ওয়ারী থানার সাধারণ সম্পাদক।এদিকে, ঘটনার পরপরই পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে আসে এবং অভিযুক্ত শহিদুল হক সহিদকে বের করে নেওয়ার চেষ্টা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সম্পাদক ওয়াকিউর
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সম্পাদক ওয়াকিউর

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও Read more

ঐকমত্য কমিশনের ১১৩ প্রস্তাবে একমত এনসিপি
ঐকমত্য কমিশনের ১১৩ প্রস্তাবে একমত এনসিপি

রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে ১৬৬টি সুপারিশের মধ্যে ১১৩টিতে একমত পোষণ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি Read more

আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ব্যাপক ক্ষতির শঙ্কা
আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ব্যাপক ক্ষতির শঙ্কা

বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। মে মাসের ২৩ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে বলে Read more

সাঈদ খানসহ পাঁচজন কারাগারে
সাঈদ খানসহ পাঁচজন কারাগারে

রাজধানীর কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে নাশকতার মামলায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ ওরফে সাঈদ খানসহ পাঁচজনকে Read more

বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্যদের জন্য উদাহরণ: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্যদের জন্য উদাহরণ: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-ভারত সম্পর্ককে অন্যদের জন্য ‘মডেল’ ও ‘উদাহরণ’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন