আর্লিং হলান্ড, কেভিন ডে ব্রুইনেদের বেঞ্চে বসিয়ে মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে নেমে পাত্তাই পেল না ম্যানচেস্টার সিটি। বলতে গেলে প্রায় একাই তাদের হারিয়ে দিলেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপ জয়ী ফরাসি ফরোয়ার্ডের দারুণ হ্যাটট্রিকে পেপ গুয়ার্দিওলার দলকে ফের হারিয়ে, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জায়গা করে নিল রেয়াল মাদ্রিদ।প্লে-অফের দ্বিতীয় লেগে বুধবার ৩-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের অন্তিম সময়ে ম্যানচেস্টার সিটির হয়ে একটি গোল করেছেন নিকো গনসালেস।ইউরোপ সেরার মঞ্চে এ নিয়ে টানা চার আসরে মুখোমুখি হলো রেয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। গত কয়েক বছরে তারা যেমন রোমাঞ্চকর লড়াই উপহার দিয়েছিল, এবার হলো না তেমন কিছু। একপেশে ম্যাচে অনায়াস জয় পেল শিরোপাধারীরা।চতুর্থ মিনিটে গোলের জন্য প্রথম শট নিয়েই জালের দেখা পায় রেয়াল মাদ্রিদ। নিজেদের অর্ধ থেকে হাওয়ায় ভাসিয়ে দারুণ এক থ্রু পাস বাড়ান রাউল আসেন্সিও, বলের পিছু ছুটে ডি-বক্সের বাইরে হেডে ক্লিয়ার করার চেষ্টায় ব্যর্থ হন রুবেন দিয়াস। এরপর বুদ্ধিদীপ্ত শটে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন এমবাপে।দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে এগিয়ে যায় রেয়াল। তিন মিনিট পর আরেক ধাক্কা খায় সিটি। চোট পেয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার জন স্টোন্স, বদলি নামেন নাথান আকে। পঞ্চদশ মিনিটে ভিনিসিউস জুনিয়রের কর্নারে জুড বেলিংহ্যামের ফ্লিক বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। ২৯তম মিনিটে এদেরসন বরাবর শট নিয়ে দারুণ সুযোগ হাতছাড়া করেন এমবাপে। শটে গতি ছিল প্রবল; কিন্তু বেশ কাছে থাকায় ফিস্ট করতে কোনো সমস্যা হয়নি অভিজ্ঞ ব্রাজিলিয়ান গোলরক্ষকের।তবে তিন মিনিট পর আর পারেননি তিনি। রদ্রিগোর কাছ থেকে বল পেয়ে দারুণ ডজে ইয়োশকো ভার্দিওলকে এড়িয়ে গতিময় নিচু শটে জালে খুঁজে নেন এমবাপে।২-০ গোলে এগিয়ে গিয়ে রেয়াল মাদ্রিদ বিরতির আগের সময়টুকুতেও ধরে রাখে চাপ। ঘর সামলাতে ব্যস্ত থাকা সিটি প্রথমার্ধে ৫০ শতাংশ সময় বল দখলে রেখে শট নিতে পারে মোটে একটি, সেটাও লক্ষ্যে ছিল না। অন্যদিকে, রেয়ালের সাত শটের তিনটি ছিল লক্ষ্যে।নিজেদের একটু গুছিয়ে নিয়ে দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণের চেষ্টা করে সিটি। তবে ইংলিশ চ্যাম্পিয়নদের আক্রমণের মুখে রক্ষণে না গুটিয়ে প্রতি-আক্রমণ করে রেয়াল। ৫৩তম মিনিটে ব্যবধান আরও বাড়াতে পারত তারা। রদ্রিগোর শট ঠিক মতো ধরতে পারেননি এদেরসন; তবে ফিরতি বলে সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকদের কেউ।চার মিনিট পর একটুর জন্য হ্যাটট্রিক করতে পারেননি এমবাপে। ফেদে ভালভের্দের ক্রসে খুব কাছ থেকে তার শট বেরিয়ে এসে ব্যর্থ করে দেন এদেরসন। তৃতীয় গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি এমবাপেকে। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে একটু জায়গা করে নিয়ে আড়াআড়ি শটি জাল খুঁজে নেন তিনি। ঝাঁপ দিলেও বলের নাগাল পাননি সিটি গোলরক্ষক।সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি ফরাসি ফরোয়ার্ডের ২৮তম গোল। ২০১৬-১৭ মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে এটি তার ২৪তম গোল, যা এই সময়ে অন্য যে কারোর চেয়ে বেশি। চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় হ্যাট্রটিক করলেন এমবাপে, চলতি আসরে করলেন সাত গোল।৭৪তম মিনিটে ভিনিসিউসের দারুণ শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন এদেরসন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান কমান গনসালেস। ওমার মার্মাউশের ফ্রি কিক ক্রসবারে লেগে ফিরলে ফাঁকা জালে বল পাঠান তরুণ স্প্যানিশ মিডফিল্ডার। সিটির হয়ে এটাই তার প্রথম গোল, ইউরোপ সেরার মঞ্চেও প্রথম।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থ্রি-জি সেবা বন্ধ করলো বাংলালিংক
থ্রি-জি সেবা বন্ধ করলো বাংলালিংক

ফোর-জি প্রযুক্তিকে আরও উন্নত করার লক্ষ্যে এই যুগোপযোগী রূপান্তর গ্রাহকদের জন্য বাংলালিংক’র ইন্টারনেটের উচ্চতর গতি, নির্ভরযোগ্যতা ও সহজলভ্যতার প্রতিশ্রুতিকেই ধারণ Read more

টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের মরদেহ উদ্ধার
টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারে টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ছুরিকাঘাতে নিহত অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত: গভর্নর 
ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত: গভর্নর 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দি‌য়ে সরকারের সহ‌যোগিতায় ছোট আকা‌রে বোর্ড গঠন করা Read more

‘নিমতলী ট্র্যাজেডি মানবাধিকার লঙ্ঘন, পুলিশসহ চার সংস্থা দায় এড়াতে পারে না’
‘নিমতলী ট্র্যাজেডি মানবাধিকার লঙ্ঘন, পুলিশসহ চার সংস্থা দায় এড়াতে পারে না’

‘নিমতলী ট্র্যাজেডির দায় এড়াতে পারে না শিল্প মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং ঢাকা Read more

খোলা হবে কাপ্তাই বাঁধের গেট, এখনো বিচ্ছিন্ন ফেনীর তিন উপজেলার মানুষ
খোলা হবে কাপ্তাই বাঁধের গেট, এখনো বিচ্ছিন্ন ফেনীর তিন উপজেলার মানুষ

গত কয়েকদিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ ধারণক্ষমতায় পৌঁছে যাওয়ায় Read more

গাজীপুর সড়ক দুর্ঘটনায় নার্সের মৃত্যুর গুজবে বাসে আগুন 
গাজীপুর সড়ক দুর্ঘটনায় নার্সের মৃত্যুর গুজবে বাসে আগুন 

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোর এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের নিচে চাপা পড়ে স্থানীয় হাসপাতালের নার্স গুরুতর আহত হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন