খাগড়াছড়ির গুইমারায় বসতঘরের ওপর বজ্রপাতে বিবত্রণ চাকমা (৬৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাইলাছড়ি ইউনিয়নের ১নং রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।নিহত বিবত্রণ চাকমা ওই এলাকার মৃত হেমেন্দ্র চাকমার ছেলে।স্থানীয়রা জানান, বুধবার বিকেলে হঠাৎ বৃষ্টি নামলে বিবত্রণ চাকমা তার নিজ বসতঘরে অবস্থান করছিলেন। সন্ধ্যায় হঠাৎ একটি বজ্রপাত তার বসতঘরে পড়লে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান বিবত্রণ চাকমা।গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, বজ্রপাতে নিহত বিবত্রণ চাকমার আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।এআই
Source: সময়ের কন্ঠস্বর