এর আগে ভোপালের নবাব হামিদুল্লাহ খানের দ্বিতীয় কন্যা, যিনি সাইফ আলি খানের দাদি, তাকে নবাব হিসেবে স্বীকৃতি দিয়েছিল ভারত সরকার। কিন্তু এখন কেন্দ্র সরকারই ভোপালের তৎকালীন নবাবের বড় মেয়ে আবিদা সুলতানকেই তার উত্তরসূরি হিসেবে বিবেচনা করছে।
Source: বিবিসি বাংলা