By: Daily Janakantha
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিত
সংস্কৃতি অঙ্গন
07 Jan 2022
07 Jan 2022
Daily Janakantha
সংস্কৃতি ডেস্ক ॥ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৭তম আসর শুরু হওয়ার কথা ছিল আজ শুক্রবার থেকে। ৪ জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকার এমনই ঘোষণা করেছিলেন। তবে ২৪ ঘণ্টা যেতে না যেতেই করোনার উর্ধমুখী গ্রাফ দেখে আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার স্থগিত রাখার কথা জানান পরিচালক অরিন্দম শীল। তিনি জানান, রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতি মূল্যায়ন করে তথা সিনেপ্রেমীদের এবং নাগরিকদের মধ্যে আরও কোভিড সংক্রমণের সম্ভাবনা কথা বিবেচনা করে ফিল্ম ফেস্টিভ্যাল স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আপাতত স্থগিত করা হয়েছে। জানা যায়, ফিল্ম ফেস্টিভ্যাল কমিটির চেয়ারপার্সন রাজ চক্রবর্তী নিজেও করোনায় আক্রান্ত। তার সঙ্গে ফোনে কথা বলেন মমতা।
তারপরই তা স্থগিত করে দেয়া হয়। আরও জানা যায়, মঙ্গলবার চলচ্চিত্র উৎসবের বৈঠকে যোগ দেয়ার পর রাতারাতি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। তবে এই নিয়ে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন রাজ চক্রবর্তী ও তার স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ জানিয়েছেন, চিন্তার কিছু নেই। তারা দুজনেই আইসোলেশনে আছেন। ডবল ভ্যাকসিন আগেই নিয়েছিলেন। তবে কোভিডের হাত থেকে নিস্তার পায়নি। দয়া করে সবাই সুরক্ষিত থাকুন।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ